Tollywood actor: এবার বলিউডে পদার্পণ জিতের, আসছে নতুন মুভি চেঙ্গিজ

এবার বলিউডে পদার্পণ জিতের, আসছে নতুন মুভি চেঙ্গিজ
Tollywood actor jeet's new movie chengis launched

নজরবন্দি ব্যুরোঃ জিৎ মানেই ধামাকা। জিৎ এর সিনেমা নিয়ে সকলের মনে এক আলাদা জায়গা থাকে, জিৎ নামের সাথে ব্লকবাস্টার কথাটি যেন জড়িয়ে থাকে। এবার সারা ভারত জুড়ে রাজ করতে চলেছে সুপারস্টার জিৎ এর চেঙ্গিজ। 

আরও পড়ুনঃ মঙ্গলবার দুই বঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখী, বুধবার থেকে বাড়বে গরম

Tollywood actor: এবার বলিউডে পদার্পণ জিতের, আসছে নতুন মুভি চেঙ্গিজ

এবছর ইদে ২১ শে এপ্রিল মুক্তি পেতে চলেছে চেঙ্গিজ। এই সিনেমার মাধ্যমেই এবার জিৎ বলিউডে প্রথম পা রাখতে চলেছে। তবে এটি কোন হিন্দি ছবি নয়, এটি একটি টলিউড ছবি যা বাংলা ভাষার পাশাপাশি হিন্দিতেও ডাব হবে। নায়কের নিজস্ব প্রযোজনা সংস্থা জিৎ ফিল্মওয়র্ক জানিয়েছে যে টলিউডের পাশাপাশি বলিউডেও জিত বাংলা ছবিকে ছড়িয়ে দিতে চায় তাই তিনি এই পদক্ষেপ নেন।

Tollywood actor: এবার বলিউডে পদার্পণ জিতের, আসছে নতুন মুভি চেঙ্গিজ

জিৎ তাঁর ছবির প্রথম লুক তাঁর নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করেন। তাতে তাঁকে চাপদাড়ি লুকে, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চোখে রোদচশমা পরিহিত দেখা গেছে, তাঁর হাতে একটি বন্দুক ও ছিল  সব মিলিয়ে তাঁকে কোন বড়সড় মাফিয়া ডনের মত লাগছিলো। এই ছবিরই অন্য একটি পোস্টারে তিনি একটি বাথটবে সাদা শার্ট পরে প্রথম দুটো বাটান খোলা অবস্তায় হট লুকে ধরা দিয়েছেন।

এবার বলিউডে পদার্পণ জিতের, রইল চমক

Tollywood actor: এবার বলিউডে পদার্পণ জিতের, আসছে নতুন মুভি চেঙ্গিজ
এবার বলিউডে পদার্পণ জিতের, রইল চমক

তবে এই ছবির বাজেট কত, ছবিতে আর কোন কোন অভিনেতা অভিনেত্রী কে দেখা যাবে। বা ছবিটি হিন্দি ছাড়া আর কোন ভাষায় প্রকাশ পাবে কিনা তা নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা বা তাঁর টিম।