নজরবন্দি ব্যুরোঃ গতকাল থেকে র্যাডিসন ব্লু হোটেলে রয়েছে মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে সহ শিবসেনার বিধায়করা। বৃহস্পতিবার সকালে সেই হোটেলের সামনে বিপুল কর্মীদের নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভের নেতৃত্বে তৃণমূলের রাজ্য সভাপতি রিপুন বোরা। মহারাষ্ট্রের সরকার ভাঙার জন্য অসমের বিজেপি সরকারকে দায়ি করে স্লোগান দিতে শুরু করেন তাঁরা।
এদিন তৃণমূলের তরফে মিছিল থেকে দাবি করা হয়, এই মুহুর্তে সারা অসম জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সরকারের সেদিকে বিন্দুমাত্র নজর নেই। বন্যা পরিস্থিতির মোকাবিলা না করে সরকার এখন মহারাষ্ট্রের সরকার ভাঙতে চাইছে। বিক্ষোভ শুরু হতেই উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। একাধিক জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার থেকে টলমল অবস্থায় রয়েছে মহারাষ্ট্রের মহা বিকাশ আগাধি সরকার। ক্রশ ভোটিংয়ের অভিযোগ ওঠার পর থেকেই বেপাত্তা মন্ত্রী একনাথ শিন্ডে সহ ২২ জন বিধায়ক। পরে সুরাতের একটি হোটেলে তাঁদের খোঁজ মেলে। এরপর বিক্ষুব্ধদের নিয়ে গুয়াহাটির ব্লু র্যাডিসন হোটেলে আস্তানা নিয়ে বিধায়করা। গুয়াহাটির হোটেলে শিবসেনার বিক্ষুব্ধরা। এমনকি তাঁদের সমস্ত দেখভালের বিষয়টি নিজে এসে দেখে গেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
গুয়াহাটির হোটেলে শিবসেনার বিক্ষুব্ধরা, বাড়ছে বিরোধী পক্ষের চাপ

অন্যদিকে, একনাথ শিন্ডেকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে গতকাল পরিবারকে সঙ্গে নিয়ে ‘বর্ষা’ ছেড়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। আজই সরকারের প্ততন ঘটতে পারে এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু একনাথের প্রস্তাবে রাজি হয়ে বিজেপির সঙ্গে জোটে রাজি নন উদ্ধভ তা স্পষ্ট করেছেন তিনি। মহারাষ্ট্র সরকারের এই কঠিন মুহুর্তে শিবসেনার অন্যতম মিত্র দল তৃণমূল এগিয়ে এসেছে। এর মাধ্যমে শুরু বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোই নয়, বরং বিরোধী ঐক্যের বিষয়ে দেশকে বার্তা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।