বাম-কংগ্রেসের সমর্থনদের নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের অভিযোগ! তৃণমূল বিধায়ককে শোকজের নির্দেশ
Tmc mla of Jalangi showcased

নজরবন্দি ব্যুরো: শাসকদলের গোষ্ঠীকোন্দল অব্যাহত মুর্শিদাবাদে! ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের পর এবার আরও এক বিধায়ককে শোকজ করল তৃণমূল। জানা যাচ্ছে, বাম-কংগ্রেসের সমর্থনদের নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের অভিযোগের জেরে জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাককে শোকজ করল তৃণমূল।

আরও পড়ুন: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নয়া মোড়! সংস্থা থেকে ভাতা পেতেন নুসরত, দাবি ইডির

অভিযোগ, দলের নির্দেশ অমান্য করেই বিধায়ককে বাম-কংগ্রেসের সমর্থন নিয়ে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন করেন জলঙ্গির তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, বিরোধীদের সঙ্গে একাধিক দল-বিরোধী কাজ করেছেন বলে অভিযোগ। আর এই সমস্ত অভিযোগের ব্যাখ্যা চেয়ে জলঙ্গির তৃণমূল বিধায়ককে নোটিস ধরিয়েছেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়।

বাম-কংগ্রেসের সমর্থনদের নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের অভিযোগ, বিধায়ককে শোকজের নির্দেশ

যদিওবা এই ঘটনায় জলঙ্গির তৃণমূল বিধায়ক পাল্টা দলের জেলা সভানেত্রীর বিরুদ্ধে স্বৈরাচারিতা, একনায়কতন্ত্র ও নিয়ম-বহির্ভূত ভাবে দল চালানোর অভিযোগ তুলেছেন। অর্থাৎ এই মুহূর্তে পঞ্চায়েত ভোটের পর থেকেই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল তুঙ্গে উঠেছে জলঙ্গিতে।

বাম-কংগ্রেসের সমর্থনদের নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের অভিযোগ, বিধায়ককে শোকজের নির্দেশ

প্রসঙ্গত, মুর্শিদাবাদে জলঙ্গি পঞ্চায়েত সমিতিতে ৩০টি আসনের মধ্যে ১৫টিতে জয়ী হয় শাসক দল তৃণমূল। এরপরেই সিপিএম এবং কংগ্রেস ৬টি করে আসন পায়। এছাড়াও বিজেপি পায় ২টি এবং নির্দল প্রার্থী একটি আসনে জয়ী হন। তারপরেই শুরু হয় শোরগোল! পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে থেকেই সভাপতি কে হবেন, তাই নিয়ে তৃণমূলের জেলা যুব সভাপতি এবং জলঙ্গির বিধায়কের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

বাম-কংগ্রেসের সমর্থনদের নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের অভিযোগ, বিধায়ককে শোকজের নির্দেশ

বাম-কংগ্রেসের সমর্থনদের নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের অভিযোগ, বিধায়ককে শোকজের নির্দেশ