করোনাকে জয় করে এবার টেনিস কোর্টে জয় সানিয়ার
করোনাকে জয় করে এবার টেনিস কোর্টে জয় সানিয়ার

নজরবন্দি ব্যুরোঃ করোনার কারনে প্রায় ১ বছর বন্ধ ছিল বিশ্বের সব ধরনের খেলা। সবাই বন্দি ছিলেন ঘরে। আর এখন আস্তে আস্তে শুরু হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা। আর প্র্য ১২ মাস পর কোর্টে নেমে জয় দিয়েই কাতার টোটাল ওপেনে অভিযান শুরু করলেন সানিয়া।

আরও পড়ুনঃ BJP-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সৌরভ, ডেপুটি শুভেন্দু! ৭ তারিখ চমক ব্রিগেডে।

মহিলাদের ডাবলসে তাঁর জুটি ছিলেন স্লোভেনিয়ার আন্দ্রেয়া ক্লেপাচ। খেলার ফল ৬-৪, ৬-৭ (৫-৭), ১০-৫। ইন্দো স্লোভানিয়ান জুটি হারান ইউক্রেনের নাদিয়া কিচেনক ও লিউদমিলা কিচেনককে। 

করোনাকে জয় করে এবার টেনিস কোর্টে জয় সানিয়ার

উল্লেখ্য সানিয়া নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। সেখান কোর্টে ফিরে তিনি একটা জয় চাইছিলেন, আত্মবিশ্বাস ফিরে পেতে। সেটাই হল। টুর্নামেন্টে এখন সেরা দেওয়াটাই লক্ষ্য ভারতীয় টেনিস তরকার।