নজরবন্দি ব্যুরোঃ সমস্ত রাজনৈতিক লড়াই গিয়ে মিশতে চলেছে দিল্লিতে। একদিকে বাংলাকে বঞ্চনার অভিযোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল তখনই আবার রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাজধানীতে যাচ্ছেন ‘বঞ্চিত’ চাকরিপ্রার্থীরা! জটায়ু থাকলে নিশ্চিত বলতেন, যত কাণ্ড দিল্লিতে! কী ব্যাপার?
আরও পড়ুনঃ তৃণমূলকে পাল্টা দিতে প্রস্তুত BJP, রাজ্যের শীর্ষ গেরুয়া নেতারা দিল্লির পথে আজই!
২০০৯ সাল অর্থাৎ বাম আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাশ করেছিলেন দক্ষিণ ২৪ পরগণার কয়েকজন চাকরিপ্রার্থী। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে। ২০১৪ সালে ফের নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়। প্রত্যন্ত জেলাগুলির নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগনার নিয়োগ আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি। ১৩ বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন তাঁরা। সেই কারণেই এবার দিল্লি যাত্রার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, দিল্লিতে গিয়ে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ জানাবেন তাঁরা। দেখা করার ইচ্ছে রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মোট ৮ জনের প্রতিনিধিদল দিল্লি রওনা দিয়েছেন রবিবার। নিয়োগের দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন তাঁরা। এমনকী, প্রধানমন্ত্রীর দফতরেও যেতে পারেন তাঁরা বলে সূত্রের খবর। ফলে এই মুহূর্তে কিন্তু সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দিল্লি!
রাজধানীতে মহা জমায়েত! রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে দিল্লির পথে TET চাকরিপ্রার্থীরা
আগামী ২ ও ৩ তারিখ কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেই সূত্রে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল নেতাকর্মী ও একশো দিনের কাজের কার্ড হোল্ডাররা। প্রথমে ট্রেন না না মেলায় বাসে করেই রাজধানীর পথে তাঁরা। আজই রওনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, রাজ্যের শীর্ষস্তরের বিজেপি নেতারাও যাচ্ছেন দিল্লিতে। তাঁদের তলব করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে, সব মিলিয়ে সোমবার থেকে বাংলার রাজনৈতিক ময়দান কিন্তু দিল্লি।
