তৃণমূলকে পাল্টা দিতে প্রস্তুত BJP, রাজ্যের শীর্ষ গেরুয়া নেতারা দিল্লির পথে আজই!
State BJP leaders are going to Delhi

নজরবন্দি ব্যুরোঃ আগামী সোম ও মঙ্গলবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘দিল্লি চলো’-র ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে বাসে করে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল নেতাকর্মী এবং একশো দিনের কাজের জব হোল্ডাররা। অন্যদিকে, তৃণমূল পাল্টা দিতে আজই দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন রাজ্যের শীর্ষ গেরুয়া নেতারা। বিষয়টি জানিয়েছেন খোদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ দিল্লির পথে তৃণমূল, রাজধানীতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অংশ নেবেন প্রবাসী বাঙালিরাও?

রবিবার শিলিগুড়িতে চা-শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। সেই কর্মসূচিতে অংশ নিতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তার আগে আজ তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেন সুকান্ত মজুমদার। তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বালুরঘাটের সাংসদ বলেন, ”আমাদের চার, পাঁচ সাংসদদকে দিল্লিতে ডাকা হয়েছে। আমরা যাচ্ছি। গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করব। তাঁদের হাতে সমস্ত তথ্য তুলে দেব। তার পর তৃণমূলকে ওখানেই রাজনৈতিকভাবে উলঙ্গ করব। বাংলায় তো সবাই জানে, তৃণমূল আসলে চোর। এবার দিল্লিতেও তাদের মুখোশ খুলে দেব।”

তৃণমূলকে পাল্টা দিতে প্রস্তুত BJP, রাজ্যের শীর্ষ গেরুয়া নেতারা দিল্লির পথে আজই!

সঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ”রাজ্য সরকার ক্লাবগুলিকে টাকা দেওয়া বন্ধ করেছে কেন? তারা ঠিকমতো হিসেব দিতে পারছিল না, তাই বন্ধ করা হয়েছে। আমরাও বলতে চাই, কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারও ঠিকমতো হিসেব দিতে পারছিল না, তাই দিল্লিও টাকা বন্ধ করেছে। আর রাজ্যের এই বেহিসেবের ব্যাপার আমরা দিল্লিকে জানিয়েছি। এবার গিয়ে আরও তথ্য তুলে দেব। তখন কীভাবে তৃণমূল রাজনৈতিকভাবে উলঙ্গ হয়ে দেখা যাবে।”

তৃণমূলকে পাল্টা দিতে প্রস্তুত BJP, রাজ্যের শীর্ষ গেরুয়া নেতারা দিল্লির পথে আজই!

তৃণমূলকে পাল্টা দিতে প্রস্তুত BJP, রাজ্যের শীর্ষ গেরুয়া নেতারা দিল্লির পথে আজই!

আগামী ২ ও ৩ তারিখ কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেই সূত্রে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল নেতাকর্মী ও একশো দিনের কাজের কার্ড হোল্ডাররা। প্রথমে ট্রেন না না মেলায় বাসে করেই রাজধানীর পথে তাঁরা। আজই রওনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কেন কেন্দ্র সরকারের তরফে রাজ্যের বিজেপি নেতাদের তলব করা হল তা নিয়ে কিন্তু চাপা গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাত পেরোলেই শুরু হবে তৃণমূলের কর্মসূচি। এবার দেখার পাল্টা কী করেন বিজেপি নেতারা।

তৃণমূলকে পাল্টা দিতে প্রস্তুত BJP, রাজ্যের শীর্ষ গেরুয়া নেতারা দিল্লির পথে আজই!
তৃণমূলকে পাল্টা দিতে প্রস্তুত BJP, রাজ্যের শীর্ষ গেরুয়া নেতারা দিল্লির পথে আজই!