নজরবন্দি ব্যুরোঃ ফিরে আসুন, BJP-তৃণমূলে চলে যাওয়া কর্মী-সমর্থকদের আবেদন করলেন সূর্যকান্ত মিশ্র। কার্যত নজিরবিহীন ভাবে এদিন দলের ছেড়ে যাওয়া কর্মী সমর্থকদের আবেদন করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন পূর্ব বর্ধমানের জামাল পুরে প্রকাশ্য জনসভায় এই আবেদন করেন তিনি। সেই সভা থেকেই দলের পুরনো কর্মী-সমর্থকদের ফেরত আসতে সরাসরি আবেদন করেন সূর্য।
আরও পড়ুনঃ হাট-বাজার বা চায়ের ঠেক, টুম্পা প্যারোডির একচ্ছত্র দাপট হাল ফেরাচ্ছে লালের।
পুরনো কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, যাঁরা বিজেপি কিংবা তৃণমূলের ঝান্ডা ধরেছেন, তাঁদের আবেদন করছি, কেন এসব করছেন? এখন বলছেন তৃণমূল হয়ে বিজেপিকে হঠাব, কেউ বলছেন বিজেপি হয়ে তৃণমূল হঠাব, আবার কেউ বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে হঠাতে হবে।” পুরনো সমর্থক কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনি কখনও তৃণমূল হয়ে বিজেপিকে তাক করে আছেন আবার কখনও বিজেপি হয়ে তৃণমূলকে তাক করে আছেন।” এই সব না করে নিজেদের ঘরে ফিরে আসতে আবেদন করেন তিনি।
ধর্মনিরপেক্ষ জোটই যে বিকল্প শক্তি সেই ব্যাপারে সওয়াল করেন সূর্যকান্ত। বলেন, “যাঁরা পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে মনের সম্পর্ক গড়ে তোলার কথা বলেন, যাঁরা তৃণমূল-বিজেপি করছেন, তাঁদের বাড়িতে যান।”
উল্লেখ্য, ৩৪ বছর শাসনের পর বামেরা বাংলায় বিরোধী দল হিসেবে ছিল। গত লোকসভা ভোটের পর তাঁদের সেই জায়গা নিয়েছে বিজেপি। বেকারত্বের জ্বালায় মানুষ ঘুরে বেড়াচ্ছে হন্যে হয়ে। পেটে খিদে নিয়ে কানের কাছে শুনছে প্রতিশ্রুতি, DA এর গালভরা গল্প। CAA এর আতঙ্ক শুনতে শুনতে আর নোট বন্দীর পর খালি পার্স হাতেও গত লোকসভা ভোটে বামেদের ভোট গিয়ে নেমেছে ৭ শতাংশে। অনেক আসনে জামানত বাজেয়াপ্তও হয়েছে।
কিন্তু সব কিছুর মধ্যেই এখন যেন নতুনত্ব, সাদা মাথার সঙ্গে প্রথম সারিতে কাঁধ মিলিয়ে স্লোগান তুলছে কালো মাথা। তৈরি হচ্ছে বুদ্ধদেবের উন্নততর বাম। ২১ এর নির্বাচনের আগে তৃণমূলের পক্ষ থেকে স্লোগান উঠেছে “খেলা হবে”, সেই স্লোগান নিয়ে ঘুরিয়ে নিজেদের মতো করে ব্যাবহার করছে সব দলই। তৃনমুলের খেলা ঘোরাতেই গত ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযান করে ফিরেছে বামেরা। সবাই প্রশ্নও তুলেছিল এতো বাম সমর্থক ছিল কোথায়? বামেদের এই কামব্যাকে কেউ কেউ মনে করেছিল বামেদের পুরনো স্লোগানের কথা । “দেওয়ালে পিঠ ঠেকে গেলে দেওয়াল জুড়ে লিখতে হয়”। কিন্তু এবার দেওয়াল নয় সোশ্যাল মিডিয়ার ওয়ালে একছত্র দখল নিয়েছে বামেদের টুম্পা প্যারোডি।