নজরবন্দি ব্যুরো: হিন্দু দেবদেবীকে নিয়ে নিয়ে কৌতুক করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে কৌতুক শিল্পী মুনাওয়ার ফারুকির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। অবশেষে সেই মামলায় স্বস্তি পেলেন তিনি। শীর্ষ আদালত মুনাওয়ারের জামিন মঞ্জুর করেছে।
আরও পড়ুন: Rahane: কেকেআর এর বিরুদ্ধে ঝোড়ো ইনিংস অজিঙ্কার, পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন খেলা শেষে

একটি শো’য়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। এদিন দুই বিচারপতির বেঞ্চ কৌতুকশিল্পীর বিরুদ্ধে ওঠা যাবতীয় মামলা স্থানান্তরিত করা হয় ইন্দোরে।
মামলার শুনানিতে বিআর গাভাই এবং সঞ্জয় কারোলের বেঞ্চ অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে, আরও একটি মামলায় মুনাওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লি পুলিশ। এই মামলাতেও কমেডিয়ানকে তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে মুনাওয়ার, জামিন মঞ্জুর হল কৌতুকশিল্পীর
উল্লেখ্য, ২০২১ সালের ১ জানুয়ারি ফারুকিকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। সেই সময় মুনাওয়ারের সঙ্গে নলিন যাদব, প্রখর ব্যাস, প্রীতম ব্যাস, এডভিন অ্যন্টনিকেও গ্রেফতার করা হয়। অভিযোগ ছিল, কমেডি শো’য়ে হিন্দু দেবদেবী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। এরপরই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।