নজরবন্দি ব্যুরোঃ ছবিতে বহুবার হিরোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। দেখা গিয়েছে ভিলেনের চরিত্রেও। ঝুলিতে রয়েছে অসংখ্য ফিল্ম ফেয়ারঅ্যাওয়ার্ড। কিন্তু রিয়েল লাইফেও যে তিনি হিরো, সেই তথ্য অনেকরই অজানা। শতাধিক তরুণীকে যৌনপল্লী থেকে উদ্ধার করে মূলস্রোতে ফিরিয়ে দেওয়ার কাণ্ডারী ছিলেন সুনীল শেট্টি।
আরও পড়ুনঃ ক্যানসারে আক্রান্ত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
এক-দুই নয়, ১২৮ জন মহিলা যাদেরকে নারী পাচার চক্র থেকে উদ্ধার করা হয়েছিল তাঁদেরকে নতুন জীবন দিয়েছিলেন সুনীল শেট্টি। সকলকে নিজের টাকায় বাড়ি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন বলিউডের এই অভিনেতা। তাঁর জীবনের এই বিশেষ কীতৃত্বকে কখনই কারও সামনে বুক ফুলিয়ে বলতে চাননি সুনীল শেট্টি।
ঘটনাটি ১৯৯৬ সালের। সেই বছর পুলিশ ও সমাজকর্মীরা পুরো কামাথিপুরাকে ঘিরে রেখেছে। কারণ ১২৮ জন মহিলা উদ্ধার হয়েছে যারা নারী পাচারকারী চক্রের কবলে পড়েছিলেন। নেপাল সরকার তাঁদের দায়িত্ব নিতে চায়নি। তাঁদের কাছে যেতেহু জন্ম সার্টিফিকেট বা সিটিজেনশিপ কার্ড ছিল না তাই তাঁদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিতে নাকচ দেয় নেপাল সরকার।
যখন সবাই প্রায় তাঁদের বাড়ি ফেরার আশা ছেড়ে দিয়েছিল ঠিক সেই সময়েই ত্রাতার ভূমিকায় আবির্ভাব হন সুনীল। ওই সব মহিলাদের জন্য বিমানের ব্যবস্থা করেন। তাঁরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারেন তাঁর পুরো তদারকির ভার নিজের কাঁধে নেন সুনীল শেট্টি। কিন্তু কেন এই নিয়ে মুখ খুলেননি বলিউড হিরো?
পাচার হওয়া ১২৮ জন যুবতীকে বাড়ি ফিরিয়েছিলেন হিরো সুনীল, কিন্তু প্রচার চাননি, কিন্তু কেন?
তিনি জানান, সে সময় ওই সব মহিলাদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি যদি মিডিয়াকে এর মধ্যে জড়াতেন তা হলে সেই সব মহিলাদের পরিচয়, নাম সব লোকসমক্ষে চলে আসার বিপুল সম্ভাবনা ছিল। এই না হলে আসল হিরো।