নজরবন্দি ব্যুরো: বেহাল রাস্তা, বেশি দূর এগোতে পারল না অ্যাম্বুল্যান্স। শেষমেশ মৃতপ্রায় রোগীকে খাটিয়া করে হাসপাতালের নিয়ে যেতে গিয়ে পথেই মৃত্যু হল এক তরুণীর। এই দৃশ্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: শিল্পায়নের লক্ষ্যে স্থির মমতা, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ অম্বানী
সামাজিক মাধ্যমে সুকান্ত মজুমদার লিখেছেন, “ভাইপো বছরে দু’বার আমেরিকা যায় চিকিৎসা করাতে, কখনও দুবাই যায়… আর পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এর স্থান হয় খাটিয়ায়। এ দৃশ্য দেখে শিউরে উঠলাম। মালদার বামনগোলায় এম্বুল্যান্স না পাওয়ায় খাটিয়া করে রোগী কে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে বাড়ির লোক। কিন্তু শেষ রক্ষা হয়নি। মানুষ সব দেখছে। এই ভাবে আর কতদিন? সমগ্র রাজ্যটাকেই তো খাটিয়াতে তুলে দিয়েছেন… ধিক্কার।”
অন্যদিকে, গীতা জয়ন্তী উপলক্ষে ডিসেম্বরে কলকাতায় ১ লাখ কণ্ঠে গীতা পাঠ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে সুকান্ত মজুমদারের সঙ্গে শুক্রবার সাধু-সন্তদের এক প্রতিনিধিদল গিয়েছিল দিল্লিতে। ফিরে এসে বিজেপি রাজ্য সভাপতি জানালেন, নরেন্দ্র মোদী এই গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বেহাল রাস্তা, নেই অ্যাম্বুল্যান্স, পথেই মৃত্যু রোগীর, ক্ষোভে প্রকাশ সুকান্তর
পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে গীতা পাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ করার প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, “মুখ্যমন্ত্রীকেও ওনারা আমন্ত্রণ করবেন বলে জানিয়েছেন। সব বিধায়ককেই আমন্ত্রণ করা হবে। মুখ্যমন্ত্রীও একজন বিধায়ক। তিনিও এর বাইরে থাকবেন না। তাছাড়া তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান। ওনাকেই আমন্ত্রণ করা হবে বলে আমার মনে হয়।”