শিল্পায়নের লক্ষ্যে স্থির মমতা, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ অম্বানী
Mukesh Ambani will attend BGBS

নজরবন্দি ব্যুরো: আগামী মঙ্গল ও বুধবার রাজ্যে আয়োজিত হতে চলেছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দু’দিন ব্যাপী এই সম্মেলনে উপস্থিত থাকবেন দেশের প্রথম সারির একাধিক শিল্পপতি। রিল্যায়ন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ অম্বানি আসছেন এই সম্মেলনে, এমনটাই রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর সূত্রে খবর।

আরও পড়ুন: বদলে গেল রাজভবনের উত্তর গেটের নাম, নতুন নামে কী চমক বোসের?

মুকেশ অম্বানী ছাড়াও এই সম্মেলনে উপস্থিত থাকবেন হীরানন্দানি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হীরানান্দানী, আইটিসি গ্রুপের কর্ণধার সঞ্জীব পুরী, আরপি গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, চ্যাটার্জী গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চ্যাটার্জী, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, জেএসডব্লিউ গ্রুপের সজ্জন জিন্দাল প্রমুখ।

শিল্পায়নের লক্ষ্যে স্থির মমতা, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ অম্বানী
শিল্পায়নের লক্ষ্যে স্থির মমতা, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ অম্বানী

প্রসঙ্গত, সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজিত হবে দু’টি জায়গায়। সম্মেলনের সূচনা হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আর সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধন ধান্য প্রেক্ষাগৃহে। জানা যাচ্ছে, সম্মেলনের অতিথিদের জন্য গঙ্গা বিহার এবং আলিপুর জেল মিউজিয়াম ঘুরিয়ে দেখার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

শিল্পায়নের লক্ষ্যে স্থির মমতা, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ অম্বানী

একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এবার তাঁর লক্ষ্য শিল্পায়ন। ‘রাজ্যে শিল্প নেই শিল্প নেই’ এই কথাটা যখন বিরোধী শিবিরের পক্ষ থেকে বারবার ভেসে আসে তখনই রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বিষয়টি তুলে ধরা হত। আর এখন শিয়রে সেই সম্মেলন। দেশের প্রথম সারির শিল্পপতিরা আসছেন এ কথা যেমন সত্যি তবে এখনও পর্যন্ত বিনিয়োগের বিষয়টিও যে কিছুই চূড়ান্ত হয়নি তাও সত্য। এখন আগামী মঙ্গল এবং বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কোন কোন সংস্থা রাজ্যের বিনিয়োগ করতে রাজি হয় সেদিকেই নজর রয়েছে সকলের।

এরই মধ্যে মুকেশ অম্বানির উপস্থিতি বেশ কিছুটা কৌতুহল সৃষ্টি করেছে। এছাড়াও বিশেষ নজর থাকবে হীরানান্দনি গ্রুপের কর্ণধার নিরঞ্জন হিরানন্দানীর উপরেও। সম্প্রতি তাঁরই পুত্র দর্শন হীরানান্দানীর কাছ থেকে উপহার ও ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তবে, দর্শন এই সম্মেলনে উপস্থিত থাকবেন কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি।

শিল্পায়নের লক্ষ্যে স্থির মমতা, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ অম্বানী

শিল্পায়নের লক্ষ্যে স্থির মমতা, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ অম্বানী

অন্যদিকে, বিনিয়োগের লক্ষ্যেই সেপ্টেম্বর মাসে স্পেন এবং দুবাই সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছিলেন, বাংলায় শুধুমাত্র বৃহৎ ও ভারী শিল্প নয়, মাঝারি ও ক্ষুদ্র শিল্প, পর্যটন, বস্ত্র বয়ন এবং চলচ্চিত্রের ক্ষেত্রেও বিনিয়োগের সম্ভাবনা আছে।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে যে শিল্পপতি উপস্থিত থাকবেন তাঁদের মধ্যে অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন এবং দুবাই সফরে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী তখনও জানিয়েছিলেন, “বাংলার পরিবেশ শিল্পবান্ধব। তবে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন শিল্পপতিদের সদিচ্ছা। ইচ্ছা প্রকাশ করলে রাজ্য সরকার সবরকম ভাবে সাহায্য করতে প্রস্তুত।”
শিল্পায়নের লক্ষ্যে স্থির মমতা, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন মুকেশ অম্বানী