নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন! এহেন পরিস্থিতিতে দলের কোন্দল মেটাতে ও জনগণের কাছে আরও একধাপ এগিয়ে যাওয়ার জন্য তৃণমূলের নবজোয়ার যাত্রা। বর্তমানে জেলায় জেলায় একের পর এক কর্মসূচী করছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তবে তৃণমূলের এই কর্মসূচী শুরু থেকেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে।
আরও পড়ুন: Kuntal Ghosh: সিবিআই জেরায় ইউটার্ন কুন্তলের! অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি
একবার ফের অভিষেকের নবজোয়ার যাত্রা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, “সাধারণ মানুষের করের টাকা তৃণমূলের কর্মসূচী? তাছাড়াও কোনও রাজনৈতিক দলের প্রচারে কেন পুলিশ মোতায়েন থাকবে?” হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়া পরেই বড় প্রশ্ন তুললেন সুকান্ত! তাহলেই কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পথেই হাঁটলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে আসন্ন পঞ্চায়েতের আগেরই তোলপাড় রাজনীতি!
কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর মামলার পর পরই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “রাজ্য পুলিশ একটি সরকারি ব্যবস্থা। কিন্তু একটি রাজনৈতিক দলের দলীয় কর্মসূচিতে এক জেলা থেকে অন্য জেলায় হাজার হাজার পুলিশ কর্মীকে নিয়ে যেভাবে প্রতিদিন ব্যবহার করা হচ্ছে। তাহলে এই পুলিশ কর্মীদের লক্ষ লক্ষ টাকা খরচের যোগান কে দিচ্ছে? রাজ্য পুলিশের তো যাতায়াতের খরচ তো জনগণের করের টাকায় হচ্ছে। তাহলে কেন সাধারণ মানুষের টাকায় একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে পুলিশের খরচ কেন হবে?”
সুকান্ত আরও বলেন, “আমাদের দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এ ব্যাপারে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বাংলার মানুষ জানতে চাইছে যে, তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের যাবতীয় খরচ কে বহন করছে? নিয়ম অনুযায়ী দলের পক্ষ থেকে কি পুলিশের খরচ মেটানো হয়েছে?” উল্লেখ্য, রাজনৈতিক দলের ভোটে কীভাবে রাজ্য পুলিশ ব্যবহার? এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সাধারণ মানুষের করের টাকা তৃণমূলের কর্মসূচী, শুভেন্দুর পথে সুকান্ত