Kuntal Ghosh: সিবিআই জেরায় ইউটার্ন কুন্তলের! অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি

সিবিআই জেরায় ইউটার্ন কুন্তলের! অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের চিঠির জেরেই এই দুর্নীতিতে নাম জড়িয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে জেরাও করেছে সিবিআই। এসবের মাঝে এই চিঠিকাণ্ডে এক বিস্ফোরক দাবি করলেন কুন্তল। তাঁর সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের নাকি ব্যক্তিগতভাবে কোনও পরিচয় নেই। সম্প্রতি সিবিআই জেরায় কুন্তল ঘোষ এমনটাই জানিয়েছেন বলে খবর।

আরও পড়ুন: প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, মেধা তালিকায় রাজ্য বোর্ডের ৩ পরীক্ষার্থী

আদালতের নির্দেশে জেলে গিয়ে কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রে খবর, সেইসময়েই জেরায় কুন্তল ঘোষ জানিয়েছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে চেনেন না। সবাই যেভাবে চেনে তিনিও একইভাবে চেনেন। তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে কোনও সম্পর্ক নেই। চিঠি লেখার জন্য তাঁকে কেউ চাপ দেয়নি। অভিষেকের সঙ্গে ছবি নিয়ে বহিষ্কৃত তৃণমূল নেতার দাবি, রাজনৈতিক অনুষ্ঠানে দেখা হয়েছিল। সেখানেই ছবি তুলেছিলেন।

সিবিআই জেরায় ইউটার্ন কুন্তলের! অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি

কুন্তলের এমন মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বহিষ্কৃত তৃণমূল নেতা চিঠির মাধ্যমে অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় এজেন্সি তাঁকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাইছেন। তাঁর চিঠির ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন। গত শনিবার অভিষেককে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। সাড়ে ৯ ঘণ্টার জেরা শেষ করে সিবিআই দফতর থেকে বেরিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সিবিআই জেরায় ইউটার্ন কুন্তলের! অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি
সিবিআই জেরায় ইউটার্ন কুন্তলের! অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি

ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে ইঙ্গিত পাওয়া গিয়েছিল অভিষেক ও কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রে খবর, কুন্তলের চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। অন্যদিকে অভিষেক দাবি করেছেন তিনি কুন্তল ঘোষকে চেনেন না। এরই সত্যতা যাচাই করতে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা করছে সিবিআই আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আদালতের নির্দেশে কুন্তল ঘোষকে হেফাজতে নেওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সিবিআই জেরায় ইউটার্ন কুন্তলের! অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি

সিবিআই জেরায় ইউটার্ন কুন্তলের! অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি
সিবিআই জেরায় ইউটার্ন কুন্তলের! অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি