নজরবন্দি ব্যুরো: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। একই স্কুলের দুই পরীক্ষার্থী এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় হয়েছেন। ্রাজ্য বোর্ডের ৩ জন পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করেছে। আইসিএসই বোর্ডের একজন এবং সিবিএসই বোর্ডের ৬ জন মেধা তালিকায় রয়েছে।
আরও পড়ুন: ২০০০ টাকার দিন শেষ, এবার বাজারে ৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র
WBJEE পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন মহম্মদ সাখিল আখতার। দ্বিতীয় স্থানে রয়েছে সোহম দাস। দুজনেই ডিপিএস রুবি পার্ক স্কুলের পড়ুয়া। তৃতীয় হয়েছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সারা মুখোপাধ্যায়। চতুর্থ স্থানে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সৌহার্দ্য দণ্ডপাত। পঞ্চম স্থানে দুর্গাপুর হেমশিলা মডেল স্কুলের ছাত্র অয়ন গোস্বামী। ষষ্ঠ স্থানে সোদপুর নারায়না স্কুলের অরিত্র আম্বুদ দত্ত। কোটা রাজস্থানের মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলের কিন্তন সাহা রয়েছে সপ্তম স্থানে। অষ্টম স্থানে রয়েছে সাগ্নিক নন্দী। নবম স্থানে রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র রক্তিম কুণ্ডু এবং দশম স্থানে রয়েছে কাটোয়াক হোলি এঞ্জেল স্কুলের ছাত্র শ্রীরাজ চন্দ্র।

২০২৩ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯৮ হাজার। পাশের হার ৯৯.৩৭ শতাংশ। সফল পড়ুয়াদের মধ্যে উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার ৩৪৫। আইএসসি বোর্ডের পরীক্ষার্থী ২ হাজার ১৪২ জন এবং সিবিএসই বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ২৭ জন। শুক্রবার বিকেল ৪ টে থেকে ওয়েবসাইটে র্যাঙ্ক কার্ড দেখতে পাবেন পরীক্ষার্থীরা। বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, ৩০ জুনের আগে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যাবে না। http://www.wbjeeb.nic.in বোর্ডের ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।

বিকেলে ৪ টে থেকে wbjeeb.nic.in ও wbresults.nic.in– এই দুই ওয়েবসাইট থেকেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার র্যাঙ্ক কার্ড দেখতে পাবেন পড়ুয়ারা। ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘ডব্লুবিজেইই রেজাল্ট ২০২৩’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। ফাঁকা স্থানে প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে। এরপরই নিজেদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। প্রয়োজনে রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে রাখতে পারেন।
প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, কাউন্সিলিং শুরু কবে থেকে?
