নজরবন্দি ব্যুরোঃ অবশেষে ভারত-পাক সম্পর্কের আঁচ কী ব্যক্তিগত সম্পর্ককেও তিক্ত করে তুলছে? সম্প্রতি এমনই গুঞ্জনের মধ্যমনি ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক। ইতিমধ্যেই রাষ্ট্র হয়ে গেছে সানিয়া-শোয়েবের সম্পর্কে ফাটল ধরা পড়েছে। ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি। ১২ বছর একসঙ্গে ঘর করার পর তাঁদের সম্পর্ক নাকি ভাঙনের পথে! কেন এমন গুঞ্জন উঠল হঠাত ?
আরোও পড়ুনঃ মা হলেন আলিয়া ভাট, কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি
সূত্রের খবর, সানিয়া এবং শোয়েব এখন আর একসঙ্গে থাকছেন না। যদিও তাঁদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে তাঁরা একসঙ্গেই যত্ন নিচ্ছেন। একমাত্র পুত্রের জন্য তাঁদের সম্পর্কে আইনি স্বীকৃতি পড়েনি। গোপন সূত্রে খবর, অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে শোয়েবের। খেলার জগতে শোয়েব-সানিয়ার জুটি সকলের পছন্দের হলেও বেশ কয়েকবার ভারত পাক সম্পর্কের জন্য সমালোচিত হয়েছেন তাঁরা। শুধু খেলার মাঠেই নয়, ভারত-পাকিস্তানের সম্পর্ক কখনই খুব একটা উন্নতির দিকে ছিল না। ভারতের একমাত্র জামাই শোয়েবের সঙ্গে যে মৌখিক সম্প্রীতি গড়ে উঠেছিল তাও আজ তলানির পথে।

দুই দেশের গণ্ডি পেরিয়ে তাঁরা যে এক ছাদের তলায় এক দশকেরও বেশি সময় ধরে রয়েছেন, তা সকলের মন কেড়েছিল। দু’জনকেই খেলার সূত্রে বিশ্বের যে কোনও প্রান্তে যেতে হত । তাই যাতায়াতের সুবিধার জন্য তাঁরা থাকার জন্য দুবাইকেই বেছে নিয়েছিলেন। কিন্তু এখন বাসা বদলের ভাবনা রয়েছে তাঁদের এমনটাই জানা যাচ্ছে। চলতি বছরে ইউএস ওপেনে খেলে অবসর নেবেন বলে জানিয়েছিলেন সানিয়া। কিন্তু চোটের কারণে এ বারের ইউএস ওপেনে খেলতেই পারবেন না সানিয়া মির্জা। তাতে বদলে গিয়েছে অবসরের ভাবনাও। ফলে ভবিষতে কী আবারও ভারতের বুকে ফিরে আসবেন সানিয়া? সেই নিয়ে উঠছে জল্পনা।
শোয়েবের জন্য জীবনের কঠিন সময় কাটাচ্ছেন সানিয়া, বিচ্ছেদের জল্পনা ঘিরে অবনতির দিকে “ভারত-পাক” সম্পর্ক
খেলোয়াড় শোয়েব-সানিয়ার সম্পর্কের অবনতির গুঞ্জন আরও বেড়েছে সানিয়ার ইনস্টাগ্রামে একটি স্টোরি নিয়ে। ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। তাতে দেখা যাচ্ছে, মায়ের নাকের উপর চুমু খাচ্ছে সানিয়া-পুত্র ইজহান। সেই সঙ্গে সানিয়া লেখেন, “যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।“ ফলে তিনি যে খুব মসৃণ জীবন কাটাচ্ছেন না তা বোঝাই যাচ্ছে। আগামী দিনে ভারত-পাকের এই সেলেব্রেটি যুগলের সম্পর্কের কি পরিনতি হয় সেদিকে নজর থাকবে সবার।