নজরবন্দি ব্যুরো: করোনা, ডেঙ্গু, ম্যালেলিয়ার পর এবার চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় এই রোগ দেখা দিয়েছে।মূলত শিশুদের উপর রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানা যাচ্ছে। কোলাঘাটের একটি বেসরকারী শিশু চিকিৎসা কেন্দ্রে বর্তমানে ৪ জন শিশু স্ক্রাব টাইফাস আক্রান্ত হয়েছে।
আরও পড়ুন: নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তে আপত্তি নেই, সম্পত্তি বৃদ্ধি মামলায় সাফ জানালেন সেলিম-তন্ময়
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের একটি শিশু চিকিৎসকদের কাছে প্রায় এক মাসে কুড়িটি উপর শিশু স্ক্রাব টাইফাস আক্রান্ত হয়ে এসেছে বলে জানান শিশু চিকিৎসক ডাঃ প্রবীর ভৌমিক। তিনি জানান, স্ক্রাব টাইফাস মূলত পোকার কামড়ে হওয়া একটি রোগ। এই রোগের জন্য দায়ী ‘ট্রম্বিকিউলিড মাইটস’ নামক এক ধরনের পোকা। মূলত ঝোপঝাড়ে এই পোকা থাকে।

বাচ্চারা খালি গায়ে এদিক ওদিক খেলাধূলা করে। কোনওভাবে তা কামড়ে দিতে পারে। পাশাপাশি বর্ষায় যেহেতু গাছপালা, ঝোপঝাড়ের পরিমাণ বেড়ে যায়, তাতেও স্ক্রাব টাইফাসের ঝুঁকি তৈরি হয়। এই পোকা কামড়ালে প্রথমে কিছু বোঝা যায় না, পরে প্রবল জ্বর আসে। ঠিক সময়ে চিকিত্সা না হলে সব অঙ্গ বিকল হয়ে যেতে থাকে। জ্বরের ধরন ও পোকা কাটা স্থানের ক্ষত দেখে রোগীদের চিহ্নিত করা হয়।
রাজ্যের শিশুদের মধ্যে বাড়ছে স্ক্রাব টাইফাস, হাসপাতালে ভর্তি ৪

চিকিৎসকরা বলছেন, টম্যাটো ফ্লু একটি ভাইরাল রোগ। হাতের তালু ও পায়ের পাতায় ফোসকা দেখা যায়। লাল রঙের ফোসকাগুলি দেখতে টম্যাটোর মতো, তাই নাম টম্যাটো ফ্লু। এই রোগের উপসর্গ হল – জ্বর, সর্দি-কাশি, নাক দিয়ে জল পড়া, বমিভাব, পেটে ব্যথা, ডায়েরিয়া। এছাড়াও, গলা, মুখ ও জিভে ঘা হয়, জ্বালাভাব থাকে। খেতে সমস্যা হয়। উপসর্গ থাকে ৩ থেকে ৫ দিন। রোগটি খুবই ছোঁয়াচে।