নজরবন্দি ব্যুরোঃ আয়ের সঙ্গে মিলছে না সম্পত্তি। তৃণমূলের ১৯ জনের পর এবার বাম-বিজেপির ১৭ জন বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে দায়ের হল জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন অভিজিৎ অরকার নামে এক আইনজীবী। সেখানে রয়েছে বাম নেতা মহম্মদ সেলিম এবং তন্ময় ভট্টাচার্যদের নাম। সোমবার রাতে পাঠানো হয়েছে নোটিশ। সেবিষয়ে নিজেদের সাফ মন্তব্য পেশ করলেন দুই বাম নেতা। তাঁদের বক্তব্য, যে কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তে আপত্তি নেই।
১৭ জন বিরোধী পক্ষের নেতাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিশির কুমার অধিকারী, দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মনোজ কুমার ওঁরাও, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, বিশ্বজিৎ সিনহা, অনুপম হজরা, জিতেন্দ্র তিওয়ারী। এছাড়াও মহম্মদ সেলিম, তন্ময় ভট্টাচার্য ও আবদুল মান্নানের নামও যুক্ত করা হয়েছে।
কয়েক হাজার গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কারোর সম্পত্তি। এমনটাই আদালতের কাছে জানানো হয়েছে। তালিকায় থাকা ১৭ জন নেতার কারও কারও সম্পত্তি বেড়েছে ৯৮২৪৯৯ শতাংশ। যা নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

এবিষয়ে বাম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, গতকাল রাত সাড়ে দশটায় বাড়ি ফিরে ৬৪৭ পাতার নোটিশ পেয়েছি মাননীয় আইনজীবী অভিজিৎ সরকারের। এত কাগজ পড়ার সময় আর পড়ে বোঝার যোগ্যতা আমার নেই। কিন্তু কালকে পাঠানো নোটিশে আজকেই প্রধান বিচারপতির এজলাসে দেখা করার রিকোয়েস্ট আছে। এখন যাচ্ছি হাইকোর্টে। একটুও হাত পা কাপছে না। বরং নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে কারণ জীবনে প্রথম কোর্ট দেখাটা প্রধান বিচারপতির এজলাসে হচ্ছে।
নেতা-নেত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় গত ৮ই আগস্টই তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে ইডিকে যুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। ২০১৭ সালে আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস এবং বিপ্লবকুমার চৌধুরী রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন আদালতে।

যেখানে ছিল ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, জাভেদ আহমেদ খান, অরূপ রায়, অর্জুন সিং, সব্যাসাচী দত্ত, শিউলি সাহা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, ইকবাল আহমেদ, রাজীব বন্দ্যোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লা ও স্বর্ণকমল সাহাদের নাম। এছাড়াও তালিকায় রয়েছেন প্রয়াত দুই তৃণমূল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের নামও।
নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তে আপত্তি নেই, সাফ জানালেন বাম নেতারা

সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়। তাঁদের আবেদন এই মামলায় ইডিকে কেন যুক্ত করা? হাইকোর্ট যেন রায় পুনর্বিবেচনা করে। আজ সম্পত্তি বৃদ্ধি মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করলেন ফিরহাদ হাকিম, অরূপ রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা। এরই মধ্যে বিরোধী পক্ষের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য রাজনীতি তোলপাড়।