নজরবন্দি ব্যুরোঃ অভিনেতা দেবের পর এবার বিপাকে তার প্রেমিকা রুক্মিণী। কিছুদিন আগে অভিনেতা দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাক্ড হয়ে যায়। এবার ফের তার প্রেমিকা রুক্মিণীর ফেসবুক পেজ হ্যাক্ড হল। সোমবার হটাত করেই তার প্রোফাইল থেকে একটি ধর্মীয় সম্প্রদায়ের রিলস আপলোড হয়।
আরও পড়ুনঃ বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে, মোদী বিরোধিতায় ফের কাছাকাছি দুই মুখ্যমন্ত্রী!
রুক্মিণীর ফেসবুকে প্রায় ফলোয়ারস এর সংখ্যা ২০ লক্ষ। সামাজিক মাধ্যমে যথেষ্ট একটিভ অভিনেত্রী। প্রায় সময়ই তার ঘুরতে যাওয়ার অথবা নানান ধরনের ছবি শেয়ার করেন। শুধু তাই নয় তিনি তার এই ফেসবুক পেজকে ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রেও ব্যাবহার করেন।
তবে বেশ কয়েক মাস ধরে তিনি একটু কম একটিভ ছিলেন। তিনি তার প্রোফাইলে লাস্ট পোস্ট করেছিলেন তাঁদের মলদ্বীপ ভ্রমণের কিছু ছবি। কিন্তু কাল হটাত করে একটি ধর্মীয় রিল তার প্রোফাইল থেকে শেয়ার হওয়ায় তিনি বুজতে পারেন তার পেজ হ্যাক হয়েছে।
বিপাকে রুক্মিণী! হ্যাকড হল অভিনেত্রীর ফেসবুক পেজ
অভিনেত্রী সেই খবর নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি লেখেন যে ” ‘‘আমার ফেসবুক পেজটি হ্যাক্ড হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আপনাদের কাছে কোনও ধরনের মেসেজ গেলে কোনও উত্তর দেবেন না, যতক্ষণ না আগামী কোন নোটিস দিচ্ছি।’’