নজরবন্দি ব্যুরোঃ দুটো লক্ষ্য সামনে রেখে আপাতত এগোতে চাইছেন রোহিত শর্মা। এক, কলকাতায় পা দেওয়ার আগেই টি-টোয়েন্টি (T20) সিরিজটা পকেটে পুরতে চাইছেন কুড়ি-বিশের নতুন অধিনায়ক। দুই, টিমের বিকল্প আরও বাড়াতে। যাতে সাফল্য খুঁজে পেতে অসুবিধা না হয়।
আরও পড়ুনঃ জয় কৃষকদের বললেন মমতা, প্রত্যেক কৃষককে সেলাম জানালেন অভিষেক
আর এই দুই লক্ষ্য পূরণ করতে এবার আবেশ খান অথবা হর্ষল প্যাটেলকে প্ৰথম এগারোয় দেখা যেতে পারে। বাকি দল একই থাকবে। মহম্মদ সিরাজ আগের ম্যাচে আঙুলে চোট পেয়েছেন। রাচির পিচ বলা হচ্ছে ব্যাটিং স্বর্গ। ব্যাটসম্যানরাই সুবিধা পাবে রাঁচিতে। এর আগে মাত্র দুটো টি২০ ম্যাচ খেলা হয়েছে রাঁচির এই ভেন্যুতে।

স্পিনাররাও পরের দিকে সাহায্য পাবেন। অপর দিকে কিউয়ি একাদশে দুটো পরিবর্তন ঘটতে পারে। অধিনায়ক টিম সাউদি প্লেয়ারদের পর্যাপ্ত বিশ্রাম দিয়ে খেলানোর পক্ষপাতী। আগের ম্যাচে টড আশলে ৩ ওভারে ৩৪ রান বিলিয়েছিলেন। কোনও উইকেটও নিতে পারেননি। তার পরিবর্তে কিউয়ি একাদশে ইশ সোধিকে নামানো হতে পারে।
এছাড়া রাচিন রবীন্দ্রকে বসিয়ে প্ৰথম একাদশে ফেরানো হতে পারে জিমি নিশামকে। ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল/ আবেশ খান
আজই সিরিজ পকেটে পুরতে চান রোহিত, দলে আসছে পরিবর্তন
নিউজিল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট