Saniya Mirza: টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া! এবার RCB-র মেন্টর হলেন টেনিসের গ্ল্যামার গার্ল

টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া! এবার RCB-র মেন্টর হলেন টেনিসের গ্ল্যামার গার্ল
RCB's mentor is tennis glamor girl Sania

নজরবন্দি ব্যুরোঃ স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ, এলিস পেরির মতো তারকাদের নিয়ে মহিলাদের আইপিএল দল বানিয়েছে আরসিবি । নয়া দলের মেন্টর নির্বাচনেও চমক দিল বেঙ্গালুরুর দল। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে দলের মেন্টর হিসাবে ঘোষণা করা হল। বুধবার এই কথা জানানো হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ ঘোষিত মহিলাদের আইপিএলের সূচি, দেখুন কবে শুরু ম্যাচ

টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া! এবার RCB-র মেন্টর হলেন টেনিসের গ্ল্যামার গার্ল
টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া! এবার RCB-র মেন্টর হলেন টেনিসের গ্ল্যামার গার্ল

এই নিয়ে সানিয়া জানান, “প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। তবে এখন বেশ উত্তেজিত। আমি ছোট মেয়েদের বোঝাতেই চাই যে, খেলাধুলোকে পেশা হিসাবে বেছে নেওয়া যায়। আগামী প্রজন্মকে নিজেদের উপর বিশ্বাস করতে শেখাব এবং বলব, সামনে যত বাধাই আসুক না কেন, তা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণ করা যায়।”

টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া! এবার RCB-র মেন্টর হলেন টেনিসের গ্ল্যামার গার্ল

টেনিস ছেড়ে ক্রিকেটে সানিয়া! এবার RCB-র মেন্টর হলেন টেনিসের গ্ল্যামার গার্ল
RCB’s mentor is tennis glamor girl Sania

RCB's mentor is tennis glamor girl Sania

অন্যদিকে, ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্লকে মেন্টর হিসাবে নিয়োগ করে খুবই খুশি আরসিবি টিম ম্যানেজমেন্ট। তাদের তরফে বলা হয়েছে, “ভারতীয় মহিলাদের খেলাধুলার ইতিহাসে যুগান্তকারী নাম সানিয়া মির্জা। সবসময় সাহসী ভাবে খেলেছেন, যাবতীয় বাধাকে উড়িয়ে এগিয়ে গিয়েছেন। খেলার কোর্টে ও মাঠের বাইরে- সব ক্ষেত্রেই তিনি একজন চ্যাম্পিয়ন।”