নজরবন্দি, কোচবিহারঃ রাজ আমলের চিরাচরিত প্রথা মেনে রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা হল। বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ কোচবিহার শহরের বৈরাগী দিঘির পাড়ের মদনমোহন মন্দিরে বিশেষ পুজোর পর রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন কোচবিহার দেবত্র ত্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।
আরও পড়ুনঃ শীতের আমেজ এ ব্যঘাত, নিম্নচাপের জেরে ফের বৃষ্টি শুরু জেলায়
এরপর দর্শকদের জন্য খুলে দেওয়া হয় মদনমোহন মন্দিরের দরজা। আগে রাজারা এই রাসচক্র ঘুরিয়ে এই উৎসবের সূচনা করতেন। এখন রাজা না থাকায় পদাধিকার বলে জেলাশাসক এই উৎসবের সূচনা করেন।

মদনমোহন মন্দির রাস উৎসব উপলক্ষে এদিন দর্শনার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। পাশাপাশি এই রাস উৎসব উপলক্ষে মেলা বসে। এই মেলার তত্ত্বাবধানে রয়েছে কোচবিহার পুরসভা।
রাজ আমলের চিরাচরিত প্রথা মেনে ‘রাসচক্র’ ঘুরিয়ে রাস উৎসবের সূচনা
এদিন সন্ধ্যায় রাস মেলার মাঠের সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করেন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব,গিরীন্দ্রনাথ বর্মন, কোচবিহার পুরসভার প্রশাসক মিনা তর প্রমুখ। এই রাসমেলা আগামী ২রা নভেম্বর পর্যন্ত চলবে।