‘বনি যা করেছে বেশ করেছে’, কেন এই কথা বললেন প্রযোজক রানা সরকার?

‘বনি যা করেছে বেশ করেছে’, কেন এই কথা বললেন প্রযোজক রানা সরকার?
rana sarkar about boni sengupta

নজরবন্দি ব্যুরোঃ গত দুদিন ধরে বনি সেনগুপ্তকে নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। এবার নিয়োগ দুর্নীতির তদন্তে স্ক্যানারে টলি অভিনেতা। বৃহস্পতিবার অভিনেতা-প্রযোজক বনি সেনগুপ্তকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সকাল সাড়ে দশটা নাগাদ ইডির দফতরে যান অভিনেতা। কুন্তলের ব্যাঙ্কের নথিতে পাওয়া গিয়েছে বনির নাম।

আরও পড়ুনঃ  সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে নাটকীয় মোড়! টাকার জন্য খুন করা হয়েছে অভিনেতাকে? দাবি এক মহিলার

 ‘বনি যা করেছে বেশ করেছে’, কেন এই কথা বললেন প্রযোজক রানা সরকার?
‘বনি যা করেছে বেশ করেছে’, কেন এই কথা বললেন প্রযোজক রানা সরকার?

হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে বলেই ইডি সূত্রে জানা যায়। দু দফায় প্রায় ৮ ঘণ্টা জেরা করা হয় বনি সেনগুপ্তকে। বনি নিজেও স্বীকার করে নেন কুন্তল ঘোষের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের কথা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সমাজমাধ্যমে কটাক্ষেরও শিকার হতে হয়েছে নায়ককে।

5 9
‘বনি যা করেছে বেশ করেছে’, কেন এই কথা বললেন প্রযোজক রানা সরকার?

এই নিয়ে এবার মুখ খুললেন প্রযোজক রানা সরকার, তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বনি এক জন পেশাদার অভিনেতা। তাঁর কাছে কাজের সুযোগ এলে তাঁর যা করা উচিত, তিনি সেটাই করেছেন। আপনারা জানেন না, বনি একটি ছবিতে অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নেন। তাই ৪০ লক্ষ টাকার গাড়ি শুনে অবাক হচ্ছেন।”

‘বনি যা করেছে বেশ করেছে’, কেন এই কথা বললেন প্রযোজক রানা সরকার?

7 9

তিনি আরও বলেন, বনি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ২০১৪ সালে ‘বরবাদ’ ছবি দিয়ে। তার পর বেশ কিছু ছবি করে ফেলেছেন তিনি। তার মধ্যে কোনওটাই যে বক্স অফিসে বিপুল কামাল দেখিয়েছে, তা বলা যায় না। সম্ভবত সে কারণেই বনির পারিশ্রমিক নিয়ে ঠুকলেন রানা।