নজরবন্দি ব্যুরোঃ বলিউডের বর্ষীয়ান অভিনেতা এবং পরিচালক সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য। ৮ মার্চ দিল্লিতে এক বন্ধুর খামারবাড়িতে হোলি পার্টিতে উপস্থিত ছিলেন সতীশ। সেখানেই অনুভব করেন শারীরিক অস্বস্তি। হাসপাতালে যাওয়ার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার।
আরও পড়ুনঃ মৃত্যুর গন্ধ কি গোলাপের মতো! কিভাবে টের পাবেন আপনার মৃত্যু আসন্ন!
উক্ত খামারবাড়িতে হানা দিয়ে ইতিমধ্যেই কিছু ওষুধ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। এ বার সতীশ মৃত্যুর তদন্তে নয়া মোড়। দিল্লিতে যে ব্যবসায়ীর খামারবাড়িতে হোলি পার্টির আয়োজন হয়েছিল, তাঁর স্ত্রীর দাবি, সতীশকে বিষ দিয়ে থাকতে পারেন তাঁর স্বামী। সেই বিষক্রিয়ার জেরেই নাকি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার, এমনটাই দাবি ব্যবসায়ীর স্ত্রীর।
তিনি জানিয়েছেন, সতীশ কৌশিক তাঁর স্বামীকে ১৫ কোটি টাকা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল দুবাইয়ে কোনও একটি ব্যবসায় লগ্নি করা। পরে অবশ্য সতীশ কৌশিক টাকা ফেরত চান। কিন্তু ওই বিপুল টাকা ফেরত দিতে মোটেও রাজি ছিলেন না বিকাশ। আর সে কারণে কোনও ওষুধ দিয়ে তাঁর স্বামীই হয়তো অভিনেতা-পরিচালককে খুন করেছেন বলেই অভিযোগ ব্যবসায়ীর স্ত্রীর।

উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও নিজের স্বামীর বিরুদ্ধে প্রশাসনিক সাহায্য দাবি করেছিলেন সানভি। ওইবার অবশ্য বিকাশের বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের অভিযোগ তুলেছিলেন তিনি। উল্লেখ্য, এর আগে শনিবার, সিনিয়র পুলিস অফিসার বলেছিলেন যে তারা দিল্লির ফার্ম হাউস থেকে কিছু ‘ওষুধ’ উদ্ধার করেছে।
সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে নাটকীয় মোড়! টাকার জন্য খুন করা হয়েছে অভিনেতাকে? দাবি এক মহিলার
ওই আধিকারিক জানিয়েছেন, মৃত্যুর আগে কৌশিক একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। জানা গেছে, হৃদযন্ত্র বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিস এখনও এই বিষয়ে কিছু জানায়নি, তবে ফার্ম হাউসে পার্টিতে অংশ নেওয়া ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।