The smell of death: মৃত্যুর গন্ধ কি গোলাপের মতো! কিভাবে টের পাবেন আপনার মৃত্যু আসন্ন!

মৃত্যুর গন্ধ কি গোলাপের মতো! এত বছর গবেষণার পর উঠে এলো তথ্য!
Research isolate the smell of human's death

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। আমাদের শরীরের পঞ্ছ ইন্দ্রিয়ের মধ্যে নাকই নাকি মৃত্যুর আভাস পায়। তথ্য টি সামনে আসতেই একই সঙ্গে ভয়াবহ ও কৌতূহলী মনভাবের স্বীকার হয়েছে বিশ্ববাসী।

আরও পড়ুনঃ Sealdah train: শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন, চরম ভোগান্তিতে নিত্য যাত্রীরা

শিকাগো বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি গবেষণা হয়েছে ‘দ্য ডেড অফ স্মেল্ল’ নিয়ে। মানুষের নাক নাকি মৃত্যুর গন্ধ পায়। নিজের মৃত্যু আসন্ন থাকলে মানুষ নাকি তার আভাস পায়, শরীর অসুস্থতা, অবসাদের পাশাপাশি নাকি আজব এক গন্ধ পায় মানুষ। কিন্তু শুধু নিজের মৃত্যু তে নয় নিজের প্রিয়জন কাছের মানুষ এবং পোষদের ক্ষেত্রেও নাকি একটি গন্ধ নাকে আসে।

rose
ত্থ

শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডাঃ মার্থা ম্যাকক্লিন্টক একটি গবেষণা করেছিলেন  ৪০ থেকে ৮৫ বছর বয়সের মধ্যে। ৩ হাজারেরও বেশি মানুষেকে নিয়ে গবেষণাটি হয়েছিল। ১০০ র মধ্যে ৬০ শতাংশ লোকই নাকি এই গন্ধ পায়। ২০ শতাংশ লোক মৃদু এবং ১০ শতাংশ লোক নাকি তীব্র গন্ধ অনুভব করেন।

মৃত্যুর গন্ধ কি গোলাপের মতো! মিলল তথ্য

smellllllllllllllllllllll
মৃত্যুর গন্ধ কি গোলাপের মতো! মিলল তথ্য

তবে কিরকম হয় এই গন্ধ টা কখইনই কেউ বলতে পারেনি, চেনা পরিচিত কোন বস্তুর সাথে মিল নেই তার।  তবে এইবারের গবেষণায় উঠে এলো আরও এক তথ্য। দেখা গেছে যারা গোলাপ, কমলালেবু বা মাছ চামড়ার গন্ধ পেতনা বিগত ৫ বছরের মধ্যে ৯০ শতাংশই মারা গেছেন এবং বাকি ১০ শতাংশ কান্সারের মতো মারন রোগে আক্রান্ত।