নজরবন্দি ব্যুরো: রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। উপাচার্য নিয়োগ নিয়ে তর্জা শীর্ষে! এহেন পরিস্থিতিতে রাজ্য-রাজ্যপাল সংঘাত কাটাতে উপাচার্য বাছাইয়ের জন্য সার্চ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আর এবার আদালতের নির্দেশ মেনেই এই সার্চ কমিটির জন্য সদস্যদের নাম সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিলেন রাজ্যপাল। শুক্রবার এমনটাই জানিয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে সার্চ কমিটির সদস্যরা এই রাজ্যেরই বাসিন্দা কি না, সেই প্রশ্নের উত্তর দেননি রাজ্যপাল।
আরও পড়ুন: মন্দারমণিতে তরুণী খুনের তদন্তে কিনারা, গ্রেফতার প্রেমিক ও তাঁর বন্ধু
প্রসঙ্গত, চলতি মাসের ১৫ তারিখ উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত কাটাতেই সার্চ কমিটি গঠনের কথা জানিয়েছিল শীর্ষ আদালত। এই মামলায় রাজ্য, রাজ্যপাল ও ইউজিসিকে কমিটির জন্য পাঁচজন সদস্যের নাম জানাতে বলেছিল আদালত। পাশাপাশি আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছিল যে, আগামী ২৫ সেপ্টেম্বর এই কমিটি গঠন করা হবে।

উপাচার্য নিয়োগ মামলায় বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানায় যে, রাজ্য, রাজ্যপাল ও ইউজিসির থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে তিন জনের সার্চ কমিটি গঠন করা হবে। আর এই কমিটিই রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির জন্য স্থায়ী উপাচার্যের নাম প্রস্তাব করবে।
তবে রাজ্যপালের পক্ষ থেকে উপাচার্য মামলায় সার্চ কমিটির জন্য সদস্যদের নাম পাঠানো হলেও রাজ্য এবং ইউজিসির তরফে থেকে কোনও নাম পাঠানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এদিন রাজভবন থেকে রাজ্যপাল বলেন, “রাজভবনের অরাজনৈতিক থাকা উচিত। আর রাজভবন সব সময় সেটাই থাকবে।”