নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তা অনেকটাই সহজ করে ফেলেছে ভারত। কিন্তু এখনও অবধি সেমিফাইনালের জায়গা পাকা করতে পারন রোহিত শর্মারা। কারণে, এখনও অবধি সেমিফাইনালের দৌড়ে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতের জন্য খলনায়ক হতে পারে বৃষ্টি। গত ম্যাচে বৃষ্টি ভারতের সহায় হলেও, আগামীকালের ম্যাচে বৃষ্টিই ভারতকে বিপদে ফেলবে না তো?
আরও পড়ুনঃ Weather Update: শীত পড়ার মুখেই আকাশে কালো মেঘ, একাধিক জেলায় বৃষ্টির ভ্রুকুটি
কারণ, দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। জিম্বাবয়ের বিরুদ্ধে জয়লাভ করলেই একমাত্র জায়গা পাকা করতে পারবে ভারত। কিন্তু ভারতের চিন্তার কারণ জিম্বাবয়ের থেকে বেশী অস্ট্রেলিয়ার আবহাওয়া ও বৃষ্টি। কারণ, চলতি বছরের বিশ্বকাপে একাধিক ম্যাচে খলনায়কের ভূমিকা পালন করেছে। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ ভেস্তে গেছে। একই পরিস্থিতি আগামীকালের ম্যাচে যাতে না হয় প্রার্থনা করছেন রোহিতরা।

এই মুহুর্তে গ্রুপ ২ তে ৬ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে ভারত। ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের অবস্থান তৃতীয় স্থানে রয়েছে। আগামীকালের ম্যাচ ভেস্তে গেলে ভারতের সঙ্গে পয়েন্ট ভাগ করে নেবে দুই দল। সেক্ষেত্রে আগামী দিনে চাপের মুখে পড়বে মেইন ইন ব্লুজ। ভারতের জন্য খলনায়ক হতে পারে বৃষ্টি। এমনটাই মনে করা হচ্ছে।
ভারতের জন্য খলনায়ক হতে পারে বৃষ্টি, আবহাওয়া নিয়ে চিন্তায় ভারত

অন্যদিকে এখনও আশা রয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের জন্য। একমাত্র নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা পরাজিত হলেই সেমিফাইনালে জায়গা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের।