নজরবন্দি ব্যুরোঃ বয়স যার জেল্লা কমাতে পারেনি। এই বয়েসেও যে এতটা সুন্দরতা বজায় রেখেছেন এবার সেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্রান্ড বাজারে আসতে চলেছে। অনেক দিন ধরেই সেই পরিকল্পনা চলছিল। এবার সেই পরিকল্পনা পূর্ণতা পেল।
আরও পড়ুনঃ অভিনয় থেকে বিরতি! রাজনীতিতে পা রাখতে চলেছেন দক্ষিণী তারকা থলপতি বিজয়
রচনা নিয়ে চলে এল তার ‘রচনা কেয়ার ব্র্যান্ড’। তিনি নিজে যেরকম সুন্দর নিজের অনুরাগীদেরও সেরকম সুন্দর বানানোর জন্য তার এই উদ্যোগ। তার এই ব্রান্ডের সমস্ত জিনিস আয়ুর্বেদিক এবং ভেষজ উপাদান দিয়ে তৈরি। এবং প্রত্যেকটা জিনিস তিনি নিজে দায়িত্ব নিয়ে বানিয়েছেন।
রচনা জানান ‘‘তুলসী, নিম, হলুদ, চন্দন, জাফরান, ওটসের মতো ভেষজ উপাদান দিয়ে প্রতিটি উপকরণ তৈরি। যা ত্বকে আনবে প্রাকৃতিক জেল্লা। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।’’ অভিনেত্রী আরও জানান ‘‘আমি বরাবর ঘরোয়া উপকরণে ত্বকের যত্ন নিতে ভালবাসি। কারণ, তাতে পার্শ্বপ্রতিক্রিয়া কম। কিন্তু আজকের যুগের ব্যস্ত মেয়েদের হাতে এত সময় কই?
বাজারে আসল রচনার রূপচর্চার ব্র্যান্ড! দাম শুরু মাত্র দেড়শ থেকে
সারাদিন পরিশ্রমের পর কমলালেবুর খোসা বা হলুদ বাটার মতো উৎসাহ থাকে? তাই সবার কথা ভেবে এই রূপচর্চার উপকরণ। প্রতিটি উপকরণ ভেষজ জিনিস দিয়ে বানানো। শুধু নিয়ম করে ব্যবহার করুন। আর হাতেগরম ফল পান।’’ শুধু তাই নয় এই ব্রান্ডের সমস্ত প্রোডাক্ট তৈরি করেছেন মধ্যবিত্তদের কথা মাথায় রেখে। যার দাম শুরু মাত্র দেড়শ টাকা থেকে।