Priyanka Chopra: প্রিয়াঙ্কা-নিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন বলিউডে, এবার মুখ খুললেন মা মধু চোপড়া

প্রিয়াঙ্কা-নিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন বলিউডে, এবার মুখ খুললেন মা মধু চোপড়া
প্রিয়াঙ্কা-নিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন বলিউডে, এবার মুখ খুললেন মা মধু চোপড়া

নজরবন্দি ব্যুরোঃ বলিউড পেরিয়ে এখন হলিউডের পরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া। তবে মনেপ্রাণে তিনি ‘দেশি গার্ল’ তা প্রমাণ করেছিলেন বিয়ের পরেই। নিজের নামের পাশে জুড়েছিলেন স্বামীর পদবি। জোর গলায় জানিয়েছিলেন, ‘আমি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী, স্বামীর পরিচয় নিজের সঙ্গে যুক্ত করাটা গর্বের’। কিন্তু সোমবার হঠাৎ-ই ছন্দপতন!

আরও পড়ুনঃ সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, গ্রুপ ডি নিয়োগ ঘিরে ধোঁয়াশা

অনুরাগীরা খেয়াল করলেন নিজের ইনস্টা প্রোফাইলে নিকের (Nick Jonas) পদবী জোনাস সরিয়ে দিয়েছেন দেশি গার্ল। আর সেই থেকেই শোরগোলের সূত্রপাত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে, তাহলে কি নিক-প্রিয়াঙ্কার বিবাহবিচ্ছেদ ঘটছে?এই ঘটনা নেটিজ়েনদের নজরে আসার পর থেকেই কৌতূহল তুঙ্গে। কেউ লিখেছেন, “বছরটা খুব খারাপ। আশা করছি প্রিয়াঙ্কা-নিকের মধ্যে সব ঠিকঠাকই আছে।”

প্রিয়াঙ্কা-নিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন বলিউডে, এবার মুখ খুললেন মা মধু চোপড়া
প্রিয়াঙ্কা-নিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন বলিউডে, এবার মুখ খুললেন মা মধু চোপড়া

কেউ ঠেস দিয়ে লিখেছেন, “আসন্ন দিনে আরও নাটক দেখা বাকি আছে।” আবার একজন লিখেছেন, “আশা করছি প্রিয়াঙ্কা(Priyanka Chopra) আমাদের খারাপ খবর দেবেন না।” প্রসঙ্গত এবছরের দিওয়ালিতে জাঁকজমকের সঙ্গে পালন করেছিলেন প্রিয়াঙ্কা ও নিক।

প্রিয়াঙ্কা-নিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন বলিউডে, এবার মুখ খুললেন মা মধু চোপড়া

তাঁদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ধুমধাম করে উৎযাপন করেছিলেন আলোর উৎসব। বাংলার হলুদ ঢাকাই শাড়ি পরেছিলেন প্রিয়াঙ্কা। স্বামী নিককে সাদা পাঞ্জাবীতে সাজিয়ে মহালক্ষ্মীর পুজো করেছিলেন। রোম্যান্টিক পোজ়ে নিকের সঙ্গে পোস্ট করেছিলেন দিওয়ালির ভিডিয়ো, ফোটো।

প্রিয়াঙ্কা-নিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন বলিউডে, এবার মুখ খুললেন মা মধু চোপড়া

এই নিয়ে বলিউড থেকে হলিউড যখন গুঞ্জন চলছে ঠিক তখনি মুখ খুললেন প্রিয়াঙ্কাত মা মধু চোপড়া (Madhu Chopra)। তিনি বলেন, এসব খবরে বেজায় চটেছেন। সাফ জানিয়ে দিয়েছেন, “একদম ভুল খবর রটাবেন না। এগুলো গুজব।”