নজরবন্দি ব্যুরো: নাগেরবাজারকাণ্ডে চাঞ্চল্যকর মোড়! দিঘায় বেড়াতে যাওয়ার জন্য বিলাসবহুল গাড়ি না মেলায় বৃদ্ধকে খুন করে তাঁরই গাড়িচালক। ইতিমধ্যেই পুলিশি তৎপরতায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সৌরভ মণ্ডল।
আরও পড়ুন: কসবাকাণ্ডে নয়া মোড়! স্কুলে ছাত্র-মৃত্যুর তদন্তভার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে
পুলিশ সূত্রে খবর, দমদমের নাগেরবাজারে বৃদ্ধ খুনের ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাস চালাচ্ছে পুলিশ। আর পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বৃদ্ধের গাড়ি নিয়ে ধৃত সৌরভ দিঘা যাওয়ার পরিকল্পনা করেছিন। কিন্তু সৌরভকে গাড়ি দিতে রাজি হননি ওই বৃদ্ধ। আর সেই রাগের জেরেই বৃদ্ধকে খুন করে চালক। ইতিমধ্যেই ওই বৃদ্ধের বিলাসবহুল গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, নিহত বৃদ্ধের নাম ৭২ বছর বয়সী কল্যাণ ভট্টাচার্য। নাগেরবাজারে নয়াপট্টি জলের ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় কয়েক বিঘা জমির উপরে তাঁর বাগানবাড়ি রয়েছে। চলতি সপ্তাহের বুধবার রাতে ওই বাড়ি থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে যে, বৃদ্ধের একটি পোষ্য কুকুর ও বিলাসবহুল গাড়ি রয়েছে। পোষ্য কুকুরটি থাকলেও উধাও হয়ে গিয়েছিল গাড়িটি।
এরপর তদন্তে নেমে পুলিশ গাড়ি চালকে গ্রেফতার করে পুলিশ। চালককে জেরা করেই খুনের ঘটনার কিনারা করা যাবে বলে আশা তদন্তকারীদের। তাছাড়াও এই খুনের ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।