নজরবন্দি ব্যুরোঃ কাস্টিং ডিরেক্টরদের প্রায়শই দরকার পড়ে নতুন মুখের। সেখানে অবশ্যই করে উল্লেখ করা থাকে অভিনেতা বা অভিনেত্রীদের গায়ের রং কেমন হবে, কেমন হবে তার দৈহিক গঠন, কেমনই বা হবে তার উচ্চতা। সম্প্রতি এমনই এক পোস্ট ধরা পড়ল সামাজিক মাধ্যমে। যা দেখে রেগে আগুন অভিনেত্রী পায়েল।
আরও পড়ুনঃ এখন আর ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে না বুম্বা দা! কিসের অভিমান?
পোস্টটিতে লেখা ছিল একটি সুন্দর দেখতে শিশু শিল্পী চাই। সেই লেখাতেই বেজায় চটে গেলেন অভিনেত্রী। সেই লেখার বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ তিনি তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি লিখেছেন। “প্রত্যেক শিশুই সুন্দর, তাই ওই যে লেখেন ‘গুড লুকিং চাইল্ড অ্যাক্টর’ দরকার, তা বন্ধ করুন। আগে একজন ভাল মানুষ হন আর তারপর কাস্টিং ডিরেক্টর।”
অভিনেত্রীর মতে ছোট ছোট শিশুদের ক্ষেত্রেও কেন হবে এত সুন্দরের বিচার। কোন বাচ্চা সুন্দর না অসুন্দর তার বিচার করার অধিকার কারোর নেই। অভিনেত্রী পায়েলের এই মতামতে সমর্থন জানিয়েছেন বহু অভিনেতা অভিনেত্রীও। অভিনেত্রী স্বস্তিকা দে লিখেছেন তিনিও তার সাথে সহমত।
‘গুড লুকিং চাইল্ড অ্যাক্টর দরকার’ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন অভিনেত্রী

অভিনেত্রী পায়েল নিজেও একজন মা। তার ও একটি ছোট ছেলে সন্তান রয়েছে। তবে তার ছেলেকে এখনই তিনি অভিনয় জগতে আনতে চান না। যদিও বহু অফার পেয়েছেন তিনি। কিন্তু এখনই এই জগতে তার প্রবেশ করাতে চান না তিনি। তবে ভবিষ্যতে যদি তিনি চান তাহলে আসতে পারে অভিনয় জগতে। তবে পুরোটাই নির্ভর করছে তার ছেলের ওপর এমনটাই জানান অভিনেত্রী।