নজরবন্দি ব্যুরোঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি এক কথায় ইন্ডাস্ট্রি নামে পরিচিত। প্রায় কয়েক দশক ধরে একাই টলিউড ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রেখেছিলেন তিনি। বরাবরই তার নিজের ওপর অগাদ বিশ্বাস ছিল। কিন্তু এখন কেন এমন কথা বললেন অভিনেতা। তার কথায় ” এখন আর বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবি না”
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ মে, জেনে নিন আজকের দিনের কি কি হয়েছিল
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানায় তার মাকে ছোট বেলা থেকেই অনেকে বলেছিলেন তাঁকে হিন্দি দিতে কারণ বাংলার নাকি কোন ভবিষ্যৎ নেই। তবে তিনি কারোর কথায় কান না দিয়ে বরাবরই বাংলাকে আপন করে আঁকড়ে ধরেছিলেন।
এমনকি সাজন, ম্যানে পেয়ার এর মত সিনেমার অফার পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আগে কখনই বম্বে যাওয়ার কথা ভাবেননি। বাংলায় থেকে একের পর এক হাউসফুল ছবি উপহার দিয়ে চলেছিলেন দর্শকদের। কিন্তু এবং এতো বছর পর কেন এমন কথা শোনা গেল তার মুখ দিয়ে?
এখন আর ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে না বুম্বা দা! এতো বছর পর কেন এমন কথা শোনা গেল তার মুখ দিয়ে?
তার কথায় “এখন আর আগের মতো ভাবি না। কারণ এখন সকলেই নিজের ভাল বুঝতে পারে। তবে শুরুতে অবশ্যই লড়াইটা ছিল। অনেকে দেখবেন আমার নকল করেন, আমার মত কথা বলতেন, আমার মত চলতেন। আমি সেগুলো একেবারেই ইচ্ছে করে করেছিলাম। কারণ বাবার ছায়া ছিল আমার মধ্যে, এমনটাই সকলে মনে করতেন। আর আমি সেই তকমাটা থেকে বেরিয়ে প্রসেনজিৎ হতে চেয়েছিলাম। তাই চালচলন বদলে নতুন কিছু করার চেষ্টা করেছিলাম শুধুমাত্র।”