Partha-Arpita: ইডির কাছে অর্পিতা অচেনা! পার্থর মন্তব্যে ঘনাচ্ছে রহস্য
Dont know arpita said Partha Chaterjee

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।  তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। দুজনকেই ইডির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির কাছে অর্পিতা অচেনা! উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর সভামঞ্চে নারদকাণ্ডের পোস্টার, বাড়ল বিতর্ক

ইডি সূত্রে খবর, গতকাল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। সেখানে অর্পিতা মুখ্যোপাধ্যায়কে দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেন তিনি অর্পিতাকে চেনেন কি না। জবাবে পার্থ বলেন,   অর্পিতা তাঁর ঘনিষ্ঠ নন! তিনি মাঝে মাঝে দেখেছেন অর্পিতাকে। অনেকেই আসত তাঁর কাছে। নাকতলার পুজোর সময় দেখেছেন অর্পিতাকে।

ইডির কাছে অর্পিতা অচেনা! প্রশ্ন উঠতে শুরু করেছে 
ইডির কাছে অর্পিতা অচেনা! প্রশ্ন উঠতে শুরু করেছে 

পাশাপাশি, অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটি সাউথ ও রথতলা ক্লাব টাউনের ফ্ল্যাটে পাওয়া টাকার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে জানিয়েছেন পার্থ।পার্থ বলেন, ‘এই টাকার কার জানি না।’ এই গোটা জেরা প্রক্রিয়াটাই ভিডিয়ো রেকর্ডিং করেছে ইডি।

ইডির কাছে অর্পিতা অচেনা! প্রশ্ন উঠতে শুরু করেছে 

ইডির কাছে অর্পিতা অচেনা! প্রশ্ন উঠতে শুরু করেছে 
ইডির কাছে অর্পিতা অচেনা! প্রশ্ন উঠতে শুরু করেছে 

যদিও ইডির অভিযোগ্, তদন্তে অর্পিতা সহযোগীতা করলেও সহযোগীতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। তাই কৌশলে একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তিনি।আজই আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখ্যোপাধ্যায়কে। দুই জনকে আজকে জামিন দেওয়া হবে? প্রশ্ন উঠতে শুরু করেছে। একইসঙ্গে দুই জনকে হেফাজতে নেবে ইডি? সেই প্রশ্নও মাথাচাড়া দিতে শুরু করেছে।