Parineeti-Raghav: চললাম দিল্লি, মনটা এখানেই রেখে গেলাম! মুম্বই ফিরলেন পরিণীতি

চললাম দিল্লি, মনটা এখানেই রেখে গেলাম! মুম্বই ফিরলেন পরিণীতি
parineeti is sad after returning from delhi

নজরবন্দি ব্যুরোঃ শেষ শনিবার আপ নেতা রাঘব চড্ডার সঙ্গে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বাগদান সম্পন্ন হল। দিল্লিতেই বাগদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল তাঁদের। তাঁদের এই বাগদান অনুষ্ঠানে বিভিন্ন বলিউড অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিল। দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী-সহ বিনোদন জগতের নামীদামি ব্যক্তিত্ব হাজির ছিলেন বাগদানে।

আরও পড়ুনঃ মেট্রোর সময় সূচিতে বদল, রবিবার ২ ঘণ্টা আগেই মিলবে পরিষেবা

সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা যিনি পরিণীতির দিদি। সেই জন্য বোনের বাগদান অনুষ্ঠানে দূর আমেরিকা থেকে এসেছিলেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া বোনের বাগদানে শুভেচ্ছা বার্তা জানিয়ে লেখেন ‘‘টিশা ও রাঘবকে অনেক অভিনন্দন, বিয়ের জন্য আর তর সইছে না! তোমাদের দু’জনের জন্য ও দুই পরিবারের জন্য ভীষণ আনন্দ হচ্ছে। খুব মজা হবে!’’

Parineeti-Raghav: চললাম দিল্লি, মনটা এখানেই রেখে গেলাম! মুম্বই ফিরলেন পরিণীতি

বাগদান অনুষ্ঠানের পর মুম্বাই ফিরে এলেন অভিনেত্রী এবং নিজের মন টা রেখে এলেন দিল্লিতে। পরিণীতি সামাজিক মাধ্যমে লিখলেন ‘‘চললাম দিল্লি, মনটা এখানেই রেখে গেলাম।’’ বাগদান অনুষ্ঠানে দুই বছর দিল্লিতেই ছিলেন তিনি। তাই মঙ্গলবার ফিরে আসাতে মন খারাপ হয়ে যায় অভিনেতার।

চললাম দিল্লি, মনটা এখানেই রেখে গেলাম! মন খারাপ অভিনেত্রীর

Parineeti-Raghav: চললাম দিল্লি, মনটা এখানেই রেখে গেলাম! মুম্বই ফিরলেন পরিণীতিঅবশেষে সমস্ত লুকোচুরি ছেড়ে বাগদান সম্পন্য হল রাঘব-পরিণীতির। দীর্ঘদিন ধরে আপনেতা রাঘব এবং অভিনেত্রী পরিণীতির সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছিল সমাজ মাধ্যমে। কারণ তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেন নি। কিন্তু অবশেষে আজ ১৩ মে তাঁদের বাগদান সম্পূর্ণ হল। তবে বাগদানের পর যে কতটা হবু স্ত্রীর প্রেমে পাগল হয়েছেন তা তাঁদের ছবি দেখে বোঝাই যাচ্ছে।