নজরবন্দি ব্যুরোঃ বিতর্ক নিত্যদিনের সঙ্গী বাংলাদেশি গায়ক মইনুল হাসান নোবেলের। একের পর এক নতুন কাণ্ড তিনি ঘটাতে থাকেন। সম্পতি মদের নেশায় চুর হয়ে বাইক দুর্ঘটনার কবলে পড়লেন বাংলাদেশী গায়ক। সেই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
আরও পড়ুনঃ ফের পর্দায় দেশপ্রেমিকের চরিত্রে ধরা দেবেন রাজকুমার রাও, সুভাষচন্দ্র বোসের পর এবার ভগৎ সিং
চলতি সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যেবেলাতে ঢাকার অদূরে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় বাইক নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বেপরোয়া গতিতে চলছিল তার বাইকটি। এমনকি বাইক চালাতে চালাতে তিনি অশালীন ভাষায় নানা প্রলাপ বকতে থাকেন। এবং একটি সময় গিয়ে বাইকটি ঠুকে দেন দেওয়ালে। এবং তিনি সঙ্গে সঙ্গে পরে যান।
কিন্তু সেই সময় তাকে স্থানীয় লোকেরা বাঁচাতে এলে তিনি উলটে সেই লোকগুলোকে যেন তেন ভাবে অপমান করতে থাকেন। কিন্তু তার পরেও স্থানীয় লোকেরা নোবেলের প্রাথমিক চিকিৎসা করায় এবং গোপালগঞ্জের উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়ে দেয়।
বিতর্ক নিত্যদিনের সঙ্গী! ফের নতুন কাণ্ড ঘটালেন নোবেল
নোবেল জি বাংলার একটি জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাতে অংশগ্রহণ করেছিলে। সেখান থেকেই তিনি জনপ্রিয়তা পান। তবে তার পর থেকেই তিনি একের পর এক নানা বিতর্কে জড়িয়েছেন। কখনও তার বিরুদ্ধে এসেছে ধর্ষণের অভিযোগ। কখনও এসেছে মেয়েদের বিরুদ্ধে অশালীন আচরণ। তবে অনেকবার পুলিশের দ্বারস্ত হয়েও তার শিক্ষা হয়নি।