নজরবন্দি ব্যুরো: পাঞ্জাবের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করেছে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবন্ত মান। বেশ কয়েকমাস ধরে পাঞ্জাবের দায়িত্ব পরিচালনা করছেন তিনি। কিন্তু আচমকাই এক বিস্ফোরক দাবি করে রাজনৈতিক মহলে সাড়া ফেলে দিলেন কংগ্রেস নেতা নবজোত সিং সিধুর স্ত্রী নবজোত কর। তাঁর দাবি, অরবিন্দ কেজরিওয়াল চেয়েছিলেন ভগবন্ত মান নয় নবজোত সিং সিধু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন।
আরও পড়ুন: অপচয় করার মত সময় নেই, ED তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া অভিষেকের
নবজোত কর বেশ কয়েকটি টুইট করে এই চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আজ আমাকে একটি গোপন রহস্য প্রকাশ্যে আনতে হবে। আপনার জানা উচিৎ আপনি যে সম্মানজনক চেয়ারটি দখল করেছেন সেটি আপনার বড় ভাই নবজোত সিং সিধু আপনাকে উপহার হিসেবে দিয়েছেন। আপনার দলের শীর্ষ নেতা চেয়েছিলেন নবজোত সিং সিধু পাঞ্জাব শাসক করুক।”

তিনি দাবি করেন, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিধুকে পাঞ্জাব পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন। এনিয়ে নবজোত কর টুইটে লেখেন, “বিভিন্ন মাধ্যম দিয়ে অরবিন্দ কেজরিওয়াল সিধুকে প্রস্তাব দিয়েছিলেন। কারণ তিনি জানতেন রাজ্যের প্রতি সিধুর কর্তব্য দৃঢ়। কিন্তু নিজের দলের সঙ্গে প্রতারণা করতে চাননি। এছাড়াও মনে করা হয়েছিল, দুজন হেভিওয়েট একজায়গায় থাকলে দ্বন্দ্ব বাড়তে পারে। তাই তিনি আপনাকে সুযোগ দিয়েছেন।”

আরও একটি টুইটে সিধু পত্নী লেখেন, “নবজোত সিং সিধুর একমাত্র লক্ষ্য হল পাঞ্জাবের কল্যাণ এবং তিনি এর জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন। আপনি সত্যের পথে হাঁটলে সিধু আপনাকে সবসময় সমর্থন করবে কিন্তু যে মুহূর্তে আপনি সত্য থেকে সরে দাঁড়াবেন তিনি আপনাকে নানা দিক থেকে আক্রমণ করবেন। স্বর্ণের ন্যায় পাঞ্জাব রাজ্য তাঁর স্বপ্ন এবং তিনি এই স্বপ্ন নিয়েই ২৪ ঘণ্টা থাকেন।”
Arvind Kejriwal চেয়েছিলেন সিধু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন, বিস্ফোরক কংগ্রেস নেতার পত্নী

২০২২ সালে পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে বড় ব্যবধানে পরাজিত করেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। হাত শিবিরকে সরিয়ে দিল্লির পর আরও একটি রাজ্য নিজের দখলে আনে আপ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভগবন্ত মান। এবার প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতার স্ত্রীয়ের এহেন দাবির জেরে ভগবন্ত মান বনাম নবজোত সিং সিধুর সংঘাত যে চরম রূপ নেবে তা বলা বাহুল্য।