Naushad Siddiqi: ডিএ আন্দোলন মঞ্চে নওশাদের ওপর হামলা, হুলুস্থুল ঘটনা

Naushad Siddiqi: ডিএ আন্দোলন মঞ্চে নওশাদের ওপর হামলা, হুলুস্থুল ঘটনা
Naushad Siddiqi attacked

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় হারে বেতনের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে সকালেই উপস্থিত হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সকাল থেকেই অনশন মঞ্চে ছিলেন তিনি। এরপর বেলা গড়াতেই ঘটে গেল বিপত্তি। বিধায়ক নওশাদের গায়ে হাত তোলার অভিযোগ উঠল এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বিরুদ্ধে।

আরও পড়ুনঃ Jitendra Tiwari: গ্রেফতার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কড়া পদক্ষেপ পুলিশের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন মাইকে কথা বলছিলেন নওশাদ। সেই সময়েই এক ব্যক্তি তাঁর দিকে প্রশ্ন করেন সংখ্যালঘুদের জন্য তিনি কী করেছেন? এরপরেই বিধায়কের উত্তরের অপেক্ষা না করে হাত চালিয়ে দেন। ঘটনাকে ঘিরে হুলুস্থুল কাণ্ড ঘটে যায় আন্দোলন মঞ্চে।

vlcsnap 2023 03 18 16h39m12s451
ডিএ আন্দোলন মঞ্চে নওশাদের ওপর হামলা, আটক করে পুলিশ 

নওশাদের ওপর আক্রমণ করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। এরপরেই ব্যক্তিটির পিছনে ধাওয়া করেন আন্দোলনকারীরা। এদিকে মাইক নিয়ে নওশাদ চিৎকার করতে থাকে, ওকে ছেড়ে দিন।এটা একটা নাটক। ফাঁসানোর একটা চক্রান্ত। ডিএ আন্দোলনকারীদের দাবি, বারবার হুমকি দেওয়ার পর এই ধরনের লোক ঢুকিয়ে আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। ইতিমধ্যেই সেই ব্যক্তিটিকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, ডিএ আন্দোলনকারীদের মনোবল চাঙ্গা করতে শুক্রবার সকাল ৬ টা নাগাদ আন্দোলন মঞ্চে উপস্থিত হন নওশাদ সিদ্দিকি। জেল থেকে মুক্তি পাওয়ার পরেই নওশাদ জানিয়েছিলেন, তিনি আন্দোলনে বসবেন। সেইমতো শনিবার স্বাস্থ্য পরীক্ষার পর শুরু হয় সেই কর্মসূচি।

ডিএ আন্দোলন মঞ্চে নওশাদের ওপর হামলা, আটক করে পুলিশ 

vlcsnap 2023 03 18 16h38m58s800
ডিএ আন্দোলন মঞ্চে নওশাদের ওপর হামলা, আটক করে পুলিশ 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ জানিয়েছেন, আমি আগেই বলেছিলাম অনশন করব। সেই মোতাবেক আমি এখানে এসেছি। সূর্যাস্ত পর্যন্ত কোনও খাবার আমি খাব না। সরকারের উচিত আলোচনায় বসে একটি সমাধান বার করা। তিনি আরও বলেন, সরকার দাবি করছে টাকা নেই। কিন্তু মেলা অথবা অন্যান্য কর্মসূচিতে দান করা হচ্ছে। তা বন্ধ করে অবিলম্বে ডিএ দেওয়া হোক। এই আন্দোলন আগামী দিনে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।