Naushad Siddiqi: ডিএ আন্দোলন মঞ্চে নওশাদের ওপর হামলা, হুলুস্থুল ঘটনা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় হারে বেতনের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন মঞ্চে সকালেই উপস্থিত হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সকাল থেকেই অনশন মঞ্চে ছিলেন তিনি। এরপর বেলা গড়াতেই ঘটে গেল বিপত্তি। বিধায়ক নওশাদের গায়ে হাত তোলার অভিযোগ উঠল এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বিরুদ্ধে।

আরও পড়ুনঃ Jitendra Tiwari: গ্রেফতার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কড়া পদক্ষেপ পুলিশের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন মাইকে কথা বলছিলেন নওশাদ। সেই সময়েই এক ব্যক্তি তাঁর দিকে প্রশ্ন করেন সংখ্যালঘুদের জন্য তিনি কী করেছেন? এরপরেই বিধায়কের উত্তরের অপেক্ষা না করে হাত চালিয়ে দেন। ঘটনাকে ঘিরে হুলুস্থুল কাণ্ড ঘটে যায় আন্দোলন মঞ্চে।

Naushad Siddiqi: ডিএ আন্দোলন মঞ্চে নওশাদের ওপর হামলা, হুলুস্থুল ঘটনা
ডিএ আন্দোলন মঞ্চে নওশাদের ওপর হামলা, আটক করে পুলিশ 

নওশাদের ওপর আক্রমণ করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। এরপরেই ব্যক্তিটির পিছনে ধাওয়া করেন আন্দোলনকারীরা। এদিকে মাইক নিয়ে নওশাদ চিৎকার করতে থাকে, ওকে ছেড়ে দিন।এটা একটা নাটক। ফাঁসানোর একটা চক্রান্ত। ডিএ আন্দোলনকারীদের দাবি, বারবার হুমকি দেওয়ার পর এই ধরনের লোক ঢুকিয়ে আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। ইতিমধ্যেই সেই ব্যক্তিটিকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, ডিএ আন্দোলনকারীদের মনোবল চাঙ্গা করতে শুক্রবার সকাল ৬ টা নাগাদ আন্দোলন মঞ্চে উপস্থিত হন নওশাদ সিদ্দিকি। জেল থেকে মুক্তি পাওয়ার পরেই নওশাদ জানিয়েছিলেন, তিনি আন্দোলনে বসবেন। সেইমতো শনিবার স্বাস্থ্য পরীক্ষার পর শুরু হয় সেই কর্মসূচি।

ডিএ আন্দোলন মঞ্চে নওশাদের ওপর হামলা, আটক করে পুলিশ 

Naushad Siddiqi: ডিএ আন্দোলন মঞ্চে নওশাদের ওপর হামলা, হুলুস্থুল ঘটনা
ডিএ আন্দোলন মঞ্চে নওশাদের ওপর হামলা, আটক করে পুলিশ 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ জানিয়েছেন, আমি আগেই বলেছিলাম অনশন করব। সেই মোতাবেক আমি এখানে এসেছি। সূর্যাস্ত পর্যন্ত কোনও খাবার আমি খাব না। সরকারের উচিত আলোচনায় বসে একটি সমাধান বার করা। তিনি আরও বলেন, সরকার দাবি করছে টাকা নেই। কিন্তু মেলা অথবা অন্যান্য কর্মসূচিতে দান করা হচ্ছে। তা বন্ধ করে অবিলম্বে ডিএ দেওয়া হোক। এই আন্দোলন আগামী দিনে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।
নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা, হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি। এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেও প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

ভোটের প্রথম দিনেই অশান্তি বাংলায়, পিসরুম থেকে নজরদারি রাজ্যপালের

শীতলকুচিতে এক বিজেপি কর্মীর ওপর হাঁসুয়া দিয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর হাতে ও মাথায় কোপ পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি, ভোট দানেও বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি কর্মীরা নালিশ জানিয়েছেন।
দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

দেশের মধ্যে এগিয়ে বাংলা, সকাল ৯ টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল এরাজ্যে

নির্বাচন কমিশনের তরফে তথ্য প্রকাশ করা হয়েছে। সকাল ৯ টা পর্যন্ত গোটা দেশের মধ্যে বাংলায় সর্বোচ্চ ভোটদান (Highest Rate of Voting in Bengal) হয়েছে। শতাংশের হার বাংলায় কত পড়ল ভোট?
প্রথম দফাতেই 'অশান্ত 'বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

প্রথম দফাতেই ‘অশান্ত ‘বাংলা, TMC-BJP তরজা, ভোট দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা

১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনে দেশের ১০২ টি কেন্দ্রে ভোট চলছে, যার মধ্যে বাংলার তিনটি কেন্দ্র রয়েছে। সকাল ৭ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ পর্ব চলবে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। ২০২৪ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৪ জুন।

Lifestyle and More...