আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তা নতুন নয়। এ বার সেই ছবিই আবার সামনে এল কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে। ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজ়ুর রহমানকে দলে নেওয়ার পরও তাঁকে পুরো মরশুমে পাওয়া যাবে না—এ কথা স্পষ্ট করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।
আইপিএল নিলামের আগে বিসিবি জানিয়েছিল, ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য খেলোয়াড়দের এনওসি (NOC) দিতে তারা প্রস্তুত। সেই আশ্বাসের পরই মিনি নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র মুস্তাফিজ়ুর রহমানকেই দলে নেয় কেকেআর। কিন্তু নিলাম শেষ হতেই সূচি ও প্রাপ্যতা নিয়ে অবস্থান বদলাল বোর্ড।
বৃহস্পতিবার বিসিবি জানায়, পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই সিরিজ়টি দুই পর্বে ভাগ করা হয়েছে—এক অংশ পাকিস্তান সুপার লিগের (PSL) আগে, অন্য অংশ পরে। তবে মুস্তাফিজ়ুরের আইপিএল-বিরতি আসলে পাকিস্তান নয়, নিউ জ়িল্যান্ড সিরিজ়ের কারণেই।
বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজ়মুল আবেদিন ক্রিকবাজ়কে জানান, মুস্তাফিজ়ুরকে পুরো আইপিএলের জন্য এনওসি দেওয়া হয়েছে। তবে জাতীয় দলের প্রয়োজনের কারণে তাঁকে আট দিনের জন্য আইপিএল ছেড়ে বাংলাদেশ দলে যোগ দিতে হবে। ওই সময়ে তিনি তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।
এই আট দিনের মধ্যে কেকেআরের কতগুলি ম্যাচ পড়ছে, তা এখনও স্পষ্ট নয়। আইপিএলের চূড়ান্ত সূচি প্রকাশের পরেই সেই হিসাব জানা যাবে। তবে অনিশ্চয়তাটাই এখন বড় সমস্যা—কারণ ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা ও কম্বিনেশন নির্ভর করে বিদেশি ক্রিকেটারদের প্রাপ্যতার উপর।


আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে যদি মুস্তাফিজ়ুর চোট পান, তা হলে ক্ষতির মুখে পড়বে কেকেআর। জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি—এই দুইয়ের মাঝখানে ক্রিকেটারদের চাপ এবং ঝুঁকির দায় কার, সেই বিতর্কও নতুন করে সামনে এসেছে।
সব মিলিয়ে, নিলামের আগে দেওয়া আশ্বাস ও বাস্তব পরিস্থিতির ফারাক আবারও চোখে পড়ল। মুস্তাফিজ়ুর পুরো আইপিএলে না থাকায় কেকেআরের পরিকল্পনায় যে প্রভাব পড়বে, তা বলাই বাহুল্য।










