ISL খেলার পথে মহামেডান? মুখ্যমন্ত্রীর দুবাই সফর থেকে এল সুখবর
Mohammedan can play isl soon

নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চেয়েছিলেন, আইএসএল খেলুক মহামডান। কারণ, ময়দানের দুই প্রধান আইএসএলে খেললেও মহামেডান কিন্তু এখনও পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেয় না। এবার কিন্তু স্বপ্ন সত্যি হতে পারে মহামেডানের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবাই সফর থেকেই এল সুখবর।

আরও পড়ুনঃ শতরান শ্রেয়স ও গিলের, রানের পাহাড়ের দিকে ভারত

স্পেন সফর শেষ করে দুবাই যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর সঙ্গে বৈঠক হয় লুলু গোষ্ঠীর সাথে। বহুজাতিক এই সংস্থার কর্ণধার জানিয়েছেন, নিউটাউনে একটি শপিং মল তৈরি করবে তাঁরা। পাশাপাশি, মহামেডান ক্লাবে বিনিয়োগও করতে পারে লুল গোষ্ঠী।

ISL খেলার পথে মহামেডান? মুখ্যমন্ত্রীর দুবাই সফর থেকে এল সুখবর

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে লিখেছেন, “মহমেডান যাতে ISL খেলে, সেই উদ্যোগ নিলেন মমত বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের বিখ্যাত সংস্থার সঙ্গে আলোচনা ফলপ্রসূ। সূত্রের খবর, লুলু গোষ্ঠী। বৈঠক ইতিবাচক। সব ঠিকঠাক থাকলে এদের লগ্নিতে কোম্পানি গঠন করতে পারবে মহমেডান। বাকি চুক্তি ও শর্ত ক্লাবের ব্যাপার। আশা করা যায় মহমেডান ISL খেলবে।”

ISL খেলার পথে মহামেডান? মুখ্যমন্ত্রীর দুবাই সফর থেকে এল সুখবর

ISL খেলার পথে মহামেডান? মুখ্যমন্ত্রীর দুবাই সফর থেকে এল সুখবর

একটা কথা সত্যি, বিনিয়োগকারী সংস্থা পেয়ে আপতত কিছুটা স্বস্তিতে মহামেডান। তবে, আইএসএল খেলার যোগ্যতা অর্জন করার জন্য প্রয়োজন আই লিগে প্রথম দুইয়ের মধ্যে থাকা। কারণ, তাহলেই আইএসএল খেলার ছাড়পত্র পেয়ে যাবে মহামেডান। ঠিক যেরকমভাবে চলতি বছর যোগ্যতা অর্জন করেছে পাঞ্জাব এফসি।

কিন্তু আইএসএলের মতো টুর্নামেন্টে এই ধরনের বিনিয়োগ মহামেডানের জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে। কারণ, ভালো দল গঠনের জন্য প্রয়োজন অর্থ। তাছাড়া বেশ কিছু বিদেশী ফুটবলারকে প্রয়োজন তাঁদের। সেই সব দিক থেকে কিন্তু লুলু গোষ্ঠী যদি বিনিয়োগ করে তাহলে কিন্তু কলকাতা ময়দানের তিন প্রধানকেই সর্বভারতীয় টুর্নামেন্টে দেখা যেতে পারে।

ISL খেলার পথে মহামেডান? মুখ্যমন্ত্রীর দুবাই সফর থেকে এল সুখবর
ISL খেলার পথে মহামেডান? মুখ্যমন্ত্রীর দুবাই সফর থেকে এল সুখবর