নজরবন্দি ব্যুরোঃ মোবাইল থেকে প্রি-ইনস্টলড অ্যাপগুলিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে স্মার্টফোন প্রস্তুতকারকদের কার্যত বাধ্য করার চেষ্টা করছে ভারত। প্রস্তাবিত নতুন সিকিউরিটি রুলস অনুসারে তেমনটাই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর।
আরও পড়ুনঃ রাজ্যের কোন স্কুলই বন্ধ হচ্ছে না, সবটাই গুজব, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নতুন নিরাপত্তা নিয়মের অধীনে স্মার্টফোন নির্মাতাদেরকে আগে থেকে ইনস্টল করা অ্যাপগুলি ডিলিট করার এবং প্রধান অপারেটিং সিস্টেম আপডেটের ম্যান্ডেট স্ক্রিনিংয়ের অনুমতি দেওয়ার জন্য কেন্দ্র পরিকল্পনা করেছে। একাধিক নথির ভিত্তিতে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

সরকারের এই সিদ্ধান্তের ফলে Samsung, Xiaomi, Vivo এবং Apple সহ অন্যান্য সংস্থাদেরকে আগে থেকে ইনস্টল করা অ্যাপগুলি থেকে ব্যবসা পাওয়ার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তথ্যপ্রযুক্তি মন্ত্রক গুপ্তচরবৃত্তি এবং ব্যবহারকারীর ডেটার অপব্যবহারের বিষয়ে উদ্বেগের মধ্যেই এই নতুন নিয়মগুলি বিবেচনা করছে বলে জানা গিয়েছে। এক আধিকারিকের মতে, প্রি ইনস্টলড যে সমস্ত অ্য়াপ ফোনে থাকে অর্থাৎ আগে থেকেই যে অ্যাপগুলি ফোনে থাকে তা থেকে সমস্যা তৈরি হতে পারে।
এবার মোবাইল কোম্পানি গুলি আর আগে থেকে App রাখতে পারবে না, কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত
এটা একটি দুর্বল সুরক্ষা ব্যবস্থা। চিন সহ কোনও শত্রুদেশ যাতে এই অ্য়াপের সুযোগ দিয়ে ঘরের কথা জেনে না যায় সেটাই নিশ্চিত করতে চাইছে ভারত।