নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি এবং শাসক দলের বিরুদ্ধে একাধিক ভইযোগকে সামনে রেখে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানের ডাক দিল বাম যুব নেতৃত্ব। সেই মিছিলকে ঘিরে রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরবঙ্গ। এমনকি বাম যুবদের মিছিলও রোখার পাশাপাশি উত্তরকন্যার দরজায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। উত্তরকন্যার সামনে থেকে সমাবেশ করে গর্জে ওঠে বাম ছাত্র যুব।
এদিনের মিছিলও থেকে বাম যুব নেত্রী মিনাক্ষী মুখ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস এখন চোরেদের দল।সবার শেষে এখন মিড ডে মিলের খাবার চুরি করছে। কোনভাবেই চুরি রোখা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস চাকরির টাকা এবং খাবারের টাকা চুরি করে নিজেদের পকেট ভরা শুরু করছে। আর বারেবারে নিজেদের ভান্ডার বাড়িয়ে তুলছেন। মানুষকে বোকা বানাচ্ছেন তৃণমূল সরকার।আর আমরা লড়াই করছি সত্যের পক্ষে এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, এখানে আমাদের সমর্থকেরা নিজেদের টাকা জোগার করছেন অনেক কষ্ট করে,আর অনেক তৃণমূলের যুব নেতার বাড়িতে একশো কোটি টাকা পাওয়া গেছে।এর জবাব কে দেবে। মুখ্যমন্ত্রী নিজে বলছেন অন্যায় করলে সাজা পাবেই আর নিজেই অনুব্রত মন্ডলকে এখনো মাথায় তুলে রেখেছেন। তবে মানুষ এর জবাব দেবে। আমাদের লক্ষ্য তৃণমূলকে মাটিতে নামিয়ে দেওয়া।
খাবারের টাকা চুরি করে পকেট ভরাচ্ছে তৃণমূল, সরাসরি আক্রমণে মিনাক্ষী

এদিন এয়ারভিউ মোড় থেকে মিছিল শুরু হয়ে উত্তরকন্যায় শেষ হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ধ্রুব সাহা, কলতান দাশগুপ্ত সহ বাম ছাত্র যুবর অন্যান্য নেতৃত্ব। বেশ কিছু সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়ে ওই এলাকা।