সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, মানব মুখার্জি
Manav Mukherjee admitted to hospital in critical condition

নজরবন্দি ব্যুরো: রাজ্যের সিপিএমের প্রাক্তন মন্ত্রী মানব মুখার্জিকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ার ফলে তাকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের মুকুন্দপুরের এএমআরআই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে মুকুন্দপুরের এএমআরআই হাসপাতালে। হাসপাতাল সুত্রের খবর, এই মুহূর্তে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

আরও পড়ুন:ইনস্টাগ্রামে সলমনকে আনফলো, ছবি থেকে বাদ পড়লেন তিনি? মুখ খুললেন শেহনাজ

চিকিৎসক জয়ন্ত রায়ের অধীনে ভর্তি রয়েছেন সিপিএম নেতা মানব মুখোপাধ্যায় । মঙ্গলবার ফের তাঁকে দেখবেন চিকিৎসকরা । আরও কিছু পরীক্ষা হওয়ারও কথা রয়েছে আজ । তারপর চিকিৎসা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবে হাসপাতাল।

সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি,মস্তিস্কে রক্তক্ষরণের জন্য 
সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি,মস্তিস্কে রক্তক্ষরণের জন্য 

সিপিআইএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার সংবাদমাধ্যমকে জানান, এখন যা পরিস্থিতি মানব মুখোপাধ্যায়ের যা শারীরিক অবস্থা তাতে মস্তিষ্কে অস্ত্রোপচার করা সম্ভব নয়। তিনি বলেন, ‘‌চিকিৎসক জয়ন্ত রায় মানববাবুকে দেখছেন। মস্তিষ্কে রক্ত জমাট পেকে থাকার কারণে কথাবার্তাও বলতে পারছেন না এই সিপিআইএম নেতা।’‌

সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি,মস্তিস্কে রক্তক্ষরণের জন্য

সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি,মস্তিস্কে রক্তক্ষরণের জন্য 
সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি,মস্তিস্কে রক্তক্ষরণের জন্য

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই অসুস্থ রয়েছেন রাজ্যের প্রাক্তন তথ্যপ্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী। এই অসুস্থতার কারণেই সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল মানব মুখোপাধ্যায়কে। মাঝেমধ্যে আসতেনও পার্টি অফিসে। তবে সেটা নিয়মিত ছিল না। সকলের সঙ্গে ফোনেই যোগাযোগ রাখতেন তিনি।তার অবস্থার এতটা অবনতি হওয়াতে চিন্তিত প্রত্যেকেই।