নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে বেড়েই চলেছে ডেঙ্গির দাপট। এমত অবস্থায় রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি নিয়ে ২১ নভেম্বর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে হাজিরা দিতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের। মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি।
আরও পড়ুনঃ MS Dhoni: এবার রোহিতদের জন্য বড় ভূমিকায় নামতে চলেছেন মাহি
গত কয়েক মাস ধরে রাজ্যে ডেঙ্গির দাপট আগের থেকে অনেকটাই বেড়েছে। এখনও অবধি রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার। ডেঙ্গি আক্রান্ত হয়ে আবারও মৃত্যু খবর মিলেছে শহর কলকাতায়। সোমবার রাতে বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বারাসতের এক যুবতী। গত ১১ ও ১৩ নভেম্বরের পরে ফের একজনের মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

প্রসঙ্গত, সোমবার রাজ্যে মোট ৩,৭২৬ জনের ডেঙ্গি পরীক্ষা করানো হয়। যার মধ্যে ৫৯৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বিভিন্ন পুরসভার মাধ্যমে মাইকিংয়ের মাধ্যমে চলছে প্রচার। এমত অবস্থায় গোটা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে ডেঙ্গির পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে পিছপা হয়নি বিরোধী দল বিজেপি। কলকাতার পর মঙ্গলবার হাওড়া এলাকাতেও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মিছিলে নেমেছিল বিজেপি। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে পিছপা হননি বিজেপি নেতারা। আগামী দিনে বিধানসভার অন্দরেও রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরব হতে চলেছেন মুরলীধর সেন লেনের নেতারা।
ডেঙ্গি নিয়ে ২১ নভেম্বর বৈঠকে মমতা, বিশেষ পদক্ষেপ জেলাগুলিতে

রাজনৈতিক মহলের ধারণা, বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বৈঠকে বসতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে উঠে আসতে পারে স্বাস্থ্যসাথী সহ রাজ্যের একাধিক জেলার স্বাস্থ্য পরিকাঠামোর বিষয়টি।MNA