নজরবন্দি ব্যুরোঃ “নেগেটিভ ব্যাপারটা নিয়ে কাজ করতে গেলে কোথাও একটা ভুল ভ্রান্তি হতেই পারে। রাইট টু মেক ব্লান্ডার্স একথা নেতাজী সুভাষ চন্দ্র বসু বলে গেছেন। ভুল করবার অধিকার। এটাও একটা অধিকার। কাজ করে যে সে ভূল করে। যে কাজ করে না সে ভূল করে না। তবে জেনেশুনে ভূল করা নয়। যদি কাজ করতে গিয়ে ভূল হয়, তাহলে সেটা অবশ্যই শুধরে নেওয়া দরকার। তার জন্য কত রকমের হম্বিতম্বি ওরে বাবা”।
আরও পড়ুনঃ Mamata Banerjee: ৩০ হাজার চাকরি রেডি, কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবার কোনও কিছুর না উল্লেখ করেই একথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ একথা কেন বললেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহলের ব্যাখা, কালী নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যকে ঘিরে দেশজুড়ে যে শোরগোল তৈরি হয়েছে, তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। যদিও গোটা ঘটনার সঙ্গে জড়িত কোনও বিষয়েই স্পষ্ট করে কিছু উল্লেখ করলেন না তিনি। বরং বললেন, ভুল হলে সেটা অবশ্যই শুধরে নেওয়া দরকার।

সম্প্রতি মা কালী নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেন, আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মদ ও মাংস খান। আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে আপনার ঈশ্বরীকে কল্পনা করার। কয়েকটি স্থানে তো দেবতাদের উদ্দেশে হুইস্কি উৎসর্গ করা হয়। আমাদের এখানে কালীকে এভাবেই কল্পনা করি। মহুয়া মৈত্রের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি।
ভুল হলে সেটা অবশ্যই শুধরে নেওয়া দরকার, কেন একথা বললেন মমতা?

অবিলম্বে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি বিজেপির। দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একইসঙ্গে বিষয়টিকে নিয়ে আদালতের দ্বারস্থ হতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের ব্যাখা, সমালোচকদের উদ্দেশ্যেই আজ মন্তব্য করলেন মমতা।