MS Dhoni: সামনের IPL -এ কি করবেন? নিজে মুখে জানালেন মাহি

সামনের IPL -এ কি করবেন? নিজে মুখে জানালেন মাহি
সামনের IPL -এ কি করবেন? নিজে মুখে জানালেন মাহি

নজরবন্দি ব্যুরোঃ পরের বছরেও হলুদ জার্সিতে আইপিএলে ফিরছেন ধোনি, এমন ইঙ্গিত তিনি নিজেই দিয়েছেন। তবে জল্পনা চলছে তাঁর সম্ভাব্য ভূমিকা নিয়ে। ক্রিকেটার হিসেবে আইপিএল খেলবেন, নাকি ধোনিকে চেন্নাই সুপার কিংসের কোচ বা মেন্টর হিসেবে দেখা যাবে, ক্রিকেটমহলে জোর চর্চা চলছে এই বিষয়ে।

আরও পড়ুনঃ নির্বাচনের আগে পাহাড়ের সমাধান চাই, মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি গুরুংয়ের

আইপিএলের শুরুতে রবীন্দ্র জাদেজার হাতে নেতৃত্ব ছেড়ে দিলেও টুর্নামেন্টের শেষ ল্যাপে আবার অধিনায়কত্ব ফিরে পান ধোনি। একেবারে পারফেক্ট স্ক্রিপ্ট। ক্রিকেটকে বিদায় জানানোর আদর্শ মঞ্চ। কিন্তু চলতি আইপিএলের ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে চান না ভারতের অন্যতম সেরা অধিনায়ক।

সামনের IPL -এ কি করবেন? নিজে মুখে জানালেন মাহি
সামনের IPL -এ কি করবেন? নিজে মুখে জানালেন মাহি

তাই আরও এক বছর খেলার ইঙ্গিত দিলেন সিএসকের নেতা। ধোনি বলেন, ‘এবারের আইপিএলে কয়েকটা ইতিবাচক দিক রয়েছে, যা আমরা পরের বছর কাজে লাগাতে পারব। তবে যেখানে গ্যাপ রয়েছে, সেই জায়গাগুলো পূরণ করতে হবে।

সামনের IPL -এ কি করবেন? নিজে মুখে জানালেন মাহি

সামনের IPL -এ কি করবেন? নিজে মুখে জানালেন মাহি

সামনের IPL -এ কি করবেন? নিজে মুখে জানালেন মাহি

দুই তরুণ পেসার মুকেশ এবং সিমরজিৎ ভাল বল করছে। ভুললে চলবে না পরের বছর আরও দু’জন জোরে বোলার দলের সঙ্গে যোগ দেবে। আইপিএলের জন্য তৈরি হতে আমরা ওদের যথাযত সময় দিতে চাই।’