LIC-এর অফিসার পদে রয়েছে অসংখ্য চাকরি, কীভাবে আবেদন করবেন জানুন
LIC has recruitment 2023 for 300 officer posts, know how to apply

নজরবন্দি ব্যুরোঃ LIC-এর অফিসার পদে রয়েছে অসংখ্য চাকরি, আর ত্রই নিয়োগ শুরু হয়েছে । সম্প্রতি লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-এর তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে মোট ৩০০ টি শূন্যপদে অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (জেনেরালিস্ট) পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে LIC AAO নিয়োগ ২০২৩-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ১৬ বছর পর হাতবদল, বিগ বসের সঞ্চালনায় সলমনের জায়গায় আসছে অন্য কেউ

আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট licindia.in-তে ক্লিক করলেই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয়ে বিশদে জানতে পারবেন। সংশ্লিষ্ট ওয়েবসাইটেই প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ০১.০১.২০২৩ অনুযায়ী প্রার্থীদের ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। আর যে সকল প্রার্থীরা অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (AAO) পদে আবেদন করতে চান তাদের একটি ভারতীয় বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে যে কোনও শাথায় ব্যাচেলর ডিগ্রি থাকা আবশ্যক।

LIC-এর অফিসার পদে রয়েছে অসংখ্য চাকরি, কীভাবে আবেদন করবেন জানুন
LIC-এর অফিসার পদে রয়েছে অসংখ্য চাকরি, কীভাবে আবেদন করবেন জানুন

গুরুত্বপূর্ণ তারিখ:
LIC AAO নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া গতকাল ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৭ এবং ২০ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে পরীক্ষার ৭-১০ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। যে সকল প্রার্থী AAO প্রিলিমিনারি পরীক্ষায় নির্বাচিত হবেন তারা মেইন পরীক্ষা দিতে পারবেন। মেইন পরীক্ষার সম্ভাব্য তারিখ হতে পারে ২০২৩ সালের ১৮ মার্চ।

শূন্যপদ:
সাধারণত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকচুয়ারিয়াল, লিগ্যাল, রাজভাষা এবং আইটি পদের অধীনে AAOs (অ্য়াসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার) নিয়োগের জন্য প্রতি বছর LIC AAO নিয়োগ পরীক্ষা পরিচালনা করা হয়। সেক্ষেত্রে LIC AAO নিয়োগ ২০২৩-এর মাধ্যমে ভারতের জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন বিভাগের অধীনে মোট ৩০০ টি AAO শূন্যপদ পূরণ করা হবে।

আবেদন ফি:
আবেদনকারীদের আবেদন ফি তথা ইন্টিমেশন চার্জের ৭০০ টাকা এবং ট্রানস্যাকশন চার্জ এবং জিএসটি দিতে হবে। যদিও এসসি/এসটি/পিডাব্লুডি প্রার্থীদের ইন্টিমেশন চার্জ ৮৫ টাকা+ট্রানস্যাকশন চার্জ+জিএসটি দিতে হবে।

কীভাবে আবেদন করবেন:

  • প্রথমে প্রার্থীদের licindia.in-তে যেতে হবে।
  • এরপর হোমপেজে ‘কেরিয়ার ট্য়াব’-তে যেতে হবে।
  • এবার একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে রিক্রুটমেন্ট অফ AAO (জেনারালিস্ট) ২০২৩”-তে ক্লিক করতে হবে।
  • তারপর ‘অ্যাল্পাই নাও’-তে ক্লিক করতে হবে এবং আবেদনপত্র পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
  • এরপরই আবেদনপত্র জমা দিতে হবে এবং ডাউনলোড করতে হবে।
  • এবার ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট রেখে দিতে হবে।

LIC-এর অফিসার পদে রয়েছে অসংখ্য চাকরি, কীভাবে আবেদন করবেন জানুন

LIC-এর অফিসার পদে রয়েছে অসংখ্য চাকরি, কীভাবে আবেদন করবেন জানুন
LIC-এর অফিসার পদে রয়েছে অসংখ্য চাকরি, কীভাবে আবেদন করবেন জানুন

আবেদন প্রক্রিয়া:
যে সকল প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করবেন তাদের তিনটি পর্যায়ের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। LIC AAO নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থীকে প্রিলিমিনিরি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ দিতে হবে।