Salman Khan: ১৬ বছর পর হাতবদল, বিগ বসের সঞ্চালনায় সলমনের জায়গায় আসছে অন্য কেউ

১৬ বছর পর হাতবদল, বিগ বসের সঞ্চালনায় সলমনের জায়গায় আসছে অন্য কেউ
Salman replaced by Karan Johar on Bigg Boss season 16 show

নজরবন্দি ব্যুরোঃ অনুরাগীদের প্রচণ্ড মনখারাপ। বিগ বস’-এর ঘরে চলতি সপ্তাহে এক ধাক্কায় বেরিয়ে গিয়েছেন ৩ প্রতিযোগী। আব্দু রোজিক, সাজিদ খান ও সৃজিতা দে। তবে এর মাঝেই এল নতুন খবর। এ বার বদলে যাচ্ছে শো-এর সঞ্চালক। দীর্ঘ ১৬ বছর ধরে টানা এই শো-এর সঞ্চালকের দায়িত্বে দেখা গিয়েছে সলমনকে। কিন্তু আর বেশি দিন নয়। এবার তাঁর জায়গা তাহলে কে নিতে চলেছেন? এটাই এখন যেন বড় কৌতূহল দর্শকমহলে।

আরও পড়ুনঃ ঘন ঘন না, ৪৮ ঘন্টার গ্যাপে করুন সঙ্গম দ্বিগুণ বাড়বে উত্তেজনা, বললেন বিশেষজ্ঞরা

সরে যাচ্ছেন সলমন খান! ‘বিগ বস ১৬’য় আর নাকি সঞ্চালনা করবেন না তিনি। তাঁর সঙ্গে ‘বিগ বস’-এর চুক্তি শেষ। সপ্তাহান্তের শুরুতেই এই খবর ছড়াতেই স্তব্ধতা নেমেছে নেটপাড়ায়। তার মধ্যেও স্বস্তি, ‘বিগ বস ১৬’-এর ফাইনালে জয়ীদের কথা ঘোষণা করবেন কেবল সলমন। তাঁর ঘোষণ দিয়েই শেষ হবে রিয়্যালিটি শো। তাঁর জায়গায় সঞ্চালনা করতে আসছেন করণ জোহর! যিনি গত বছর ‘বিগ বস ১৫’-র প্রথম সিজনে সলমনের ডেঙ্গুর সময়ে সাময়িক সঞ্চালনা সামলেছিলেন।

১৬ বছর পর হাতবদল, বিগ বসের সঞ্চালনায় সলমনের জায়গায় আসছে অন্য কেউ
১৬ বছর পর হাতবদল, বিগ বসের সঞ্চালনায় সলমনের জায়গায় আসছে অন্য কেউ

ঘটনা কতটা সত্যি? যদিও এখনও তা সঠিক ভাবে জানা যায়নি। কারণ, এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাই আশায় বুক বাঁধছেন ভক্তরা। সলমনকেই হয়তো আবার দেখা যেতে পারে। একই সঙ্গে এই উদ্বেগেও ভুগছেন তাঁরা। কারণ, করণ জোহর ‘বিগ বস ওটিটি’-এর সঞ্চালনাও যথেষ্ট ভালভাবেই করেছিলেন। যদিও সলমনের সঞ্চালনাও যথেষ্ট জনপ্রিয়। যতই তাঁকে পক্ষপাতদুষ্ট বলা হোক কিংবা মাঝেমধ্যেই প্রতিযোগীদের সঙ্গে দুর্ব্যবহার করুন।

আপাতত পাল্লা ভারী সলমনেরই। অনুরাগীদের একটাই ইচ্ছে, ফিরে আসুন তাঁদের ভাইজান। তাঁর হাত দিয়েই শেষ হোক সিজন। নতুন সিজনে না হয় নতুন সঞ্চালকের কথা ভাবা যাবে। এদিকে সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভাইজান ভাই বলেন, ‘আমার হৃদয়ের একটা অংশ বলছে, বিগবস থেকে সরে আসতে। আর এক অংশ বলছে থাকতে।’

১৬ বছর পর হাতবদল, বিগ বসের সঞ্চালনায় সলমনের জায়গায় আসছে অন্য কেউ

১৬ বছর পর হাতবদল, বিগ বসের সঞ্চালনায় সলমনের জায়গায় আসছে অন্য কেউ
১৬ বছর পর হাতবদল, বিগ বসের সঞ্চালনায় সলমনের জায়গায় আসছে অন্য কেউ

তবে শো থেকে পুরোপুরি বিদায় নয়। মাঝেমধ্যেই সপ্তাহান্তে ‘উইকএন্ড কা ভর এপিসোড’ দেখা যাবে। এ ছাড়াও বিগ বসের ফাইনালের দিন গোটাটা সঞ্চালনার দায়িত্ব থাকবে সলমনের হাতে। তবে প্রতিযোগীদের দিশা দেখাতে মাঝেমধ্যেই ফিরবেন ভাইজান। এই খবর ছড়িয়ে পড়ার পর মনখারাপ বিগ বসের দশর্কদের। কর্ণ নন, একটা বড় অংশের দর্শকের চাহিদা সলমনই থাকুন শো-এর সঞ্চালকের ভূমিকায়। এত জন প্রতিযোগীকে সপ্তাহের পর সপ্তাহ ধরে কী ভাবে সামলান কর্ণ, সেটাই দেখার!