নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত তুলসীদাস বলরাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। আজ বৃহস্পতিবার দুপুর ২.০৫ মিনিটে মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বেশকয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন থেমে গেল তাঁর লড়াই।
আরও পড়ুনঃ বড় পর্দায় মমতা, দিদির চরিত্রে কনীনিকা
১৯৫৬ সালে ভারতে যে দল অলিম্পিক্সে ফুটবল খেলেছিল, সেই দলের শেষ জীবিত সদস্য ছিলেন বলরাম। পি কে এবং চুনীর সঙ্গে একসঙ্গে উচ্চারণ করা হত তাঁর নাম। ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হত তাঁকে।
পি কে এবং চুনীর সঙ্গে জুটি বেঁধে বহু গোল করেছেন এবং করিয়েছেন। দুই কাছের বন্ধুকে শেষ কয়েক বছরে হারিয়ে ভেঙে পড়েছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে ‘পি কে-চুনী-বলরাম’ ত্রয়ী যুগেরও অবসান হল।
প্রয়াত তুলসীদাস বলরাম, এক যুগের অবসান হল
হুগলির উত্তরপাড়ায় থাকতেন এই দিকপাল ফুটবলার। বহুদিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হন। তবে প্রতিবারই সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু এবার আর ফিরলেন না চুনী গোস্বামী, পিকে ব্যানার্জির এককালীন সতীর্থ।