Koyel Mallick: কেন কেরিয়ার তুঙ্গে থাকাকালীনই রাতারাতি বিয়ে করার সিদ্ধান্ত নেন কোয়েল, অবশেষে সামনে এলো

কেন কেরিয়ার তুঙ্গে থাকাকালীনই রাতারাতি বিয়ে করার সিদ্ধান্ত নেন কোয়েল, অবশেষে সামনে এলো
koyel mallick reveals her marriage secret

নজরবন্দি ব্যুরোঃ কোয়েল মল্লিক নামটাই যথেষ্ট। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। নতুন করে তার কোন পরিচয় দেওয়ার দরকার পরে না। তার ঝুলিতে রয়েছে প্রচুর জনপ্রিয় সিনেমা। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে।

আরও পড়ুনঃ ছোট থেকেই জীবন কেটেছে বস্তিতে, বছর ১৪র মেয়ে আজ বিখ্যাত মডেল

কয়েল মল্লিককে কখনই পিছু ফিরে তাকাতে হয়নি কাজের জন্য। তার যোগ্যতার গুনে একের পর এক সিনেমাতে কাজ করার অফার তার কাছে এসেছে। কিন্তু কেরিয়ার যখন তুঙ্গে তখনই কেন হটাত করে বিয়ে করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী?

Koyel Mallick: কেন কেরিয়ার তুঙ্গে থাকাকালীনই রাতারাতি বিয়ে করার সিদ্ধান্ত নেন কোয়েল, অবশেষে সামনে এলো

সূত্র অনুযায়ী জানা গেছে তার কেরিয়ার যখন সাফল্যের দিকে এগোচ্ছিল ঠিক সেই সময়ই তিনি এই বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন। রাতারাতির সিদ্ধান্তে তিনি বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হন। সেই সময় নাকি তাঁকে বিয়ের জন্য প্রচণ্ড পরিমাণে চাপ দেওয়া হয়েছিল। কারণ সেই সময় নিসপাল সিং রানের সঙ্গে তার সম্পর্ক চলছিল।

কেন কেরিয়ার তুঙ্গে থাকাকালীনই রাতারাতি বিয়ে করার সিদ্ধান্ত নেন কোয়েল, কারণ জানালেন 

Koyel Mallick: কেন কেরিয়ার তুঙ্গে থাকাকালীনই রাতারাতি বিয়ে করার সিদ্ধান্ত নেন কোয়েল, অবশেষে সামনে এলো

 

 

যেহেতু কোয়েলের বাড়ির লোকেরা খুবই রক্ষণশীল তাই তাঁরা তড়িঘড়ি তাঁদের বিয়ে দিয়ে দিতে চাইত। একদিন হটাত করেই কোয়েল ঘুম উঠে সিদ্ধান্ত নেন আজকেই তিনি বিয়েটা সেরে ফেলবে। যেমন ভাবনা তেমন কাজ সেদিনই সবাইকে জানান বিয়ের করতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনাই শেয়ার করেন অভিনেত্রী।