Inspire story: ছোট থেকেই জীবন কেটেছে বস্তিতে, বছর ১৪র মেয়ে আজ বিখ্যাত মডেল

ছোট থেকেই জীবন কেটেছে বস্তিতে, বছর ১৪র মেয়ে আজ বিখ্যাত মডেল
14 years old malisha's life changeng story

নজরবন্দি ব্যুরোঃ মুম্বাইকে বলা হয় স্বপ্নের শহর। কত কত মানুষ তাঁদের স্বপ্ন পূরণের জন্য পাড়ি দেয় মুম্বাইতে। এই শহর বহু মানুষকে শূন্য থেকে বড় সেলিব্রিটি বানিয়েছে। এবার এরকমই এক স্বপ্ন পূরণের গল্প সামনে এল এক ১৪ বছরের কন্যার।

আরও পড়ুনঃ বিপাকে রুক্মিণী! কী হল অভিনেত্রীর সাথে?

এই মেয়েটি মালিশা খারওয়া ধারাবি এলাকায় সমুদ্রের পাশে এক বস্তিতে বাস করতেন। যেখানে একটা ছোট অস্থায়ী জায়গায় তিনি তার বাবা মা দাদু এবং দিদা ভাই এবং কাকুর সাথে থাকতেন। একদিন সেই রাস্তা দিয়ে আমেরিকান অভিনেতা রবার্ট হফম্যান যাচ্ছিলেন। সেই সময়ই হটাত করে চোখে পরে যায় তার ওই মেয়েটি।

ছোট থেকেই জীবন কেটেছে বস্তিতে, ভাগ্যের ফেরে বদলে গেল জীবন 

এই ঘটনাটি ২০২০ সালের। সেই সময়ই ওই অভিনেতার সাথে মেয়েটির আলাপ হয়। সেই সময় অভিনেতা মালিশার জন্য একটি ‘গো ফান্ড মি’ পেজ তৈরি করেছিলেন। তার পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায় মেয়েটি। তিনি ‘দ্য প্রিন্সেস ফ্রম দ্য স্লাম’ অর্থাৎ বস্তির রাজকুমারী নামে পরিচিতি পেয়েছিলেন।

ছোট থেকেই জীবন কেটেছে বস্তিতে, ভাগ্যের ফেরে বদলে গেল জীবন 

ছোট থেকেই জীবন কেটেছে বস্তিতে, ভাগ্যের ফেরে বদলে গেল জীবন 
ছোট থেকেই জীবন কেটেছে বস্তিতে, ভাগ্যের ফেরে বদলে গেল জীবন

এর পর থেকে একের পর এক ব্রান্ডের হয়ে কাজ করার সুযোগ পান তিনি। সেই সময় তিনি প্রথম জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড ফরেস্ট এসেনশিয়ালের মুখ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই মুহূর্তে মালিশা দ্য যুবতী কালেকশনের মুখ। তার এক সাক্ষাৎকারে জানা যায় তার ছোট থেকেই ইচ্ছে ছিল সে মডেল হবে বা অভিনয় হবে। তার স্বপ্ন যে সত্যি হবে সে কখনও ভাবতেই পারেনি।