নজরবন্দি ব্যুরো: ক্রিকেট ঘিরে বাঙালিদের উত্তেজনা বরাবরই তুঙ্গে। এখন চলছে বিশ্বকাপের মরশুম। ফলে উত্তেজনা বেড়েছে দ্বিগুণ। শনিবার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে ইডেনে আয়োজিত গত ম্যাচগুলিতে দেখা গিয়েছে প্রায় সব আসন পূর্ণ। আজও সেই সম্ভাবনা আছে। ম্যাচ শেষ হতে হতে রাত হয়ে যাবে। ফলে অনেকেরই বাড়ি ফিরতে সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কালীপুজোতে শিয়ালদহ শাখায় চলবে স্পেশাল ট্রেন, যাত্রীদের সুবিধার্থে ভাবনা রেলের
শনিবার (১১ নভেম্বর) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে এই পরিষেবা পাওয়া যাবে। একজোড়া স্পেশ্যাল মেট্রো চালানো হবে। এদিন রাত ১০ টা ৪৫ মিনিটে একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাবে এবং আর একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরের দিকে যাবে। যাত্রাপথে প্রতিটি স্টেশনেই মেট্রো দাঁড়াবে। দুটি মেট্রোই তাদের গন্তব্যে স্থানে পৌঁছাবে রাত ১১ টা ১৮ মিনিটে। এর আগেও ইডেনে খেলার দিনগুলিতে অতিরিক্ত মেট্রো পরিষেবা ঘোষণা করেছিল কলকাতা মেট্রো।
গত ৫ নভেম্বর ক্রিকেটের নন্দনকাননে ম্যাচ ছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। ওইদিনও রাতে দর্শকদের সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালানোর কথা বলা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই ভারত বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়লাভ করে। ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় দৈনিক মেট্রো সূচির মধ্যেই যাত্রীরা ফিরে যেতে পেরেছেন। তাই পরবর্তী সময়ে অতিরিক্ত দুটি মেট্রো বাতিল করা হয়।
আজ কেবল মেট্রো নয়, ইডেন ফেরত দর্শকদের জন্য সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু থাকবে। ইডেন গার্ডেন ও বিবাদী বাগ স্টেশন থেকে চক্র রেল পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি যেসমস্ত যাত্রীরা ট্রেনে ফিরবেন তাঁদের কথা ভেবে হাওড়া ও শিয়ালদহ শাখায় শেষ লোকাল ট্রেনের সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।
শনিবার কলকাতায় ইংল্যান্ড-পাক ম্যাচ, আজ ইডেন ফেরত যাত্রীদের জন্য চলবে অতিরিক্ত মেট্রো
